ঢাকা, রবিবার   ০৫ মে ২০২৪

পাকিস্তানকে হারিয়ে ইংল্যান্ডের টানা ১১ সিরিজ জয়

প্রকাশিত : ১০:৩৬, ২০ মে ২০১৯

সিরিজ জয় আগেই নিশ্চিত করেছিল ইংল্যান্ড। শেষ ওয়ানডেতে তাই সান্ত্বনার একটি জয় চেয়েছিল পাকিস্তান। এই শেষ ম্যাচেও পারল না তারা। নিয়মরক্ষার শেষ ম্যাচে গতকাল রোববার পাকিস্তানকে ৫৪ রানে হারিয়ে ৪-০ তে সিরিজ শেষ করলো ব্রিটিশরা৷

হেডিংলিতে টসে জিতে প্রথমে ব্যাট করতে নামে ইংল্যান্ড৷ নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৩৫১ রান তোলে তারা৷ জো রুট ও ক্যাপ্টেন মর্গ্যান হাফসেঞ্চুরি করেন৷ শাহিন শাহ আফ্রিদি ও ইমদ ওয়াসিম নজরকাড়া বোলিং করেন৷

জবাবে ক্রিস ওকসের বোলিং তোপের সামনে দাঁড়াতেই পারেননি পাকিস্তানের ব্যাটসম্যানরা। ফলে ২৯৭ রানেই থেমে যায় পাকিস্তানের ইনিংস।

এ দিন, বাবর আজম ও সরফরাজ আহমেদ কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও শেষ পর্যন্ত আর সফল হতে পারেননি। বড় লক্ষ্যে খেলতে নেমে ৬ রানেই ৩ উইকেট হারায় পাকিস্তান। এরপরও অবশ্য বাবর আজমের ব্যাট থেকে ৮০ ও সরফরাজ আহমেদের ব্যাট থেকে আসে ৯৭ রান। এছাড়া আসিফ আলী ২২, ইমাদ ওয়াসিম ২৫ ও মোহাম্মদ হাসনাইন ২৮ রান করেন।

ওকসের ৫ উইকেট ছাড়া ইংল্যান্ডের হয়ে আদিল রশিদ নেন ২টি ও উইলি নেন একটি উইকেট। ওয়ানডেতে তৃতীয়বার এক ইনিংসে ৫ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন ডানহাতি ইংলিশ পেসার। আর সিরিজ সেরা জেসন রয়৷

মরগান-রুটের একশ ছাড়ানো জুটিতে আরও বড় স্কোরের আভাস দিলেও শেষ পর্যন্ত ৩৫১ রানে থামে ইংল্যান্ড। রুট ৮৪ ও মরগান ৭৬ রানে থামেন। এরা ছাড়াও দলের দুই ওপেনার জেমস ভিঞ্চ ৩৩ ও জনি বেয়রস্টো ৩২ রান করেন। এছাড়া জস বাটলার ৩৪, বেন স্টোকস ২১ ও টম কুরান ২৯ রান করেন।

আফ্রিদি ১০ ওভারে ৮২ রান খরচ করলেও ৪টি উইকেট নিয়েছেন৷ ইমদ ওয়াসিম নিয়েছেন ৫৩ রানে ৩ উইকেট৷ একটি করে উইকেট পেয়েছেন হাসান আলি ও মহম্মদ হাসনাইন৷

এ হারে টানা ১০ ম্যাচ জয়হীন রইল সরফরাজ আহমেদের দল। অন্যদিকে, পাকিস্তানকে সিরিজ হারিয়ে টানা ১১ সিরিজ জিতে নিল আসন্ন বিশ্বকাপের স্বাগতিক দেশ ও হট ফেভারিটের তকমা পাওয়া থ্রি- লায়ন্সরা।

একে//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি