ঢাকা, রবিবার   ০৬ জুলাই ২০২৫

ভেস্তে গেল বাংলাদেশ-পাকিস্তানের প্রস্তুতি ম্যাচ

প্রকাশিত : ২০:১৬, ২৬ মে ২০১৯ | আপডেট: ২০:১৭, ২৬ মে ২০১৯

Ekushey Television Ltd.

বৃষ্টির কবলে পড়ে শেষ পর্যন্ত মাঠেই গড়ায়নি বাংলাদেশ ও পাকিস্তানের প্রস্তুতি ম্যাচ। ফলে, ভেস্তে গেছে বিশ্বকাপের আগে বাংলাদেশের প্রথম আর পাকিস্তানের শেষ প্রস্তুতি ম্যাচটি।

গুড়ি গুড়ি বৃষ্টিতে কার্ডিফের অনিশ্চিত আবহাওয়ার প্রভাব পড়ে সকাল থেকে।  বৃষ্টির বেগ এই বাড়ে তো এই কমে। এক পর্যায়ে থামেও কিন্তু তা কেবল ক্ষণিকের জন্য। আবার শুরু হয় বৃষ্টি।

বৃষ্টির কারণে খেলা পরিত্যাক্ত হলেও, বৃ্ষ্টির বেগ কখনোই খুব তীব্র ছিল না। তবে পড়েছে টানা। কালো মেঘের আড়াল থেকে কয়েকবার সূর্য উঁকি দিয়েছে বটে। কিন্তু ঝির ঝির বৃষ্টি ছিলই।

দুপুর দেড়টার দিকে প্রথমবারের মতো থামে বৃষ্টি। কিন্তু মিনিট পনের পরে শুরু হয় আবার। স্থানীয় সময় দুইটায় ঘোষণা দেওয়া হয় ম্যাচ পরিত্যক্ত।

অন্যদিকে, মাঠে গড়ালেও একই কারণে পরিত্যক্ত হয়েছে দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার প্রস্তুতি ম্যাচও।

আগামী মঙ্গলবার একই মাঠে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। প্রথম প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ডের কাছে হেরেছে কোহলির ভারত।

 

আই// এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি