ঢাকা, সোমবার   ২৯ এপ্রিল ২০২৪

বিশ্বকাপে যত রেকর্ড

প্রকাশিত : ১৫:০৩, ২৮ মে ২০১৯

দরজায় কড়া নাড়ছে বিশ্বকাপ ক্রিকেট। আর মাত্র ২ দিন। আগামী বৃহস্পতিবার রাণীর দেশে ‍ইংল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকার মধ্যকার ম্যাচ দিয়ে পর্দা উঠতে যাচ্ছে ক্রিকেট বিশ্বকাপের ১২তম আসরের। চলুন এক নজরে জেনে নেওয়া যাক, আগের ১১টি বিশ্বকাপের বিভিন্ন রেকর্ড-

শিরোপা

বিশ্বকাপ ক্রিকেটের এখন পর্যন্ত ১১টি আসরের মধ্যে সবচেয়ে বেশি ৫টি শিরোপা জিতেছে অস্ট্রেলিয়া। আর সবচেয়ে বেশি ৩ বার রানার্সআপ হয়েছে ইংল্যান্ড্।

রান

ক্রিকেট ইতিহাসের সর্বোচ্চমানের ব্যাটসম্যান হিসেবে বিশ্বব্যাপী স্বীকৃত ভারতের শচীন টেন্ডুলকার। বিশ্বকাপে এ পর্যন্ত তিনিই সবচেয়ে বেশি ২২৭৮ রান করেছেন।

জুটি

বিশ্বকাপে ব্যাটিংয়ে সবচেয়ে বেশি বার জুটি বেঁধেছেন অস্ট্রেলিয়ার অ্যাডাম গিলক্রিস্ট-ম্যাথু হেইডেন এবং ভারতের বীরেন্দর শেবাগ-শচীন টেন্ডুলকার, ২০বার।

নির্দিষ্ট কোনও দলের বিপক্ষে রান

নির্দিষ্ট কোনও দলের বিপক্ষে সবচেয়ে বেশি রান এবি ডি ভিলিয়ার্সের। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচে তিন সেঞ্চুরিতে ৪১৫ রান দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়কের। এই তিন ম্যাচে মাত্র একবার আউট হয়েছেন ভিলিয়ার্স।

শূন্য রান

বিশ্বকাপে একমাত্র মোহাম্মদ ইউসুফের বল থেকেই কোনও রান নিতে পারেনি ব্যাটসম্যানরা। অবশ্য পাকিস্তানি ক্রিকেটার বলই করেছেন একটি।

বাঁহাতি ব্যাটসম্যানদের মধ্যে বেশি রান

বিশ্বকাপ ক্রিকেটে এ পর্যন্ত বাঁহাতি ব্যাটসম্যানদের মধ্যে সবচেয়ে বেশি রান শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারার, ১৫৩২।

সবচেয়ে বেশি ওভার বোলিং

বিশ্বকাপে এ পর্যন্ত সবচেয়ে বেশি ওভার বোলিং করেছেন শ্রীলঙ্কার অফ স্পিনার মুত্তিয়া মুরালিধরণ, ৩৪৩.৩।

নির্দিষ্ট কোনও দলের বিপক্ষে সর্বোচ্চ ম্যাচ

ইংল্যান্ডের বিপক্ষে ৮টি ম্যাচ খেলেছেন পাকিস্তানের জাভেদ মিয়াঁদাদ। নির্দিষ্ট কোনও দলের বিপক্ষে যা সর্বোচ্চ।

এক ম্যাচে সবচেয়ে বেশি ছক্কা

জ্যামাইকান বংশোদ্ভূত ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের অন্যতম সদস্য ও মারকুটে ব্যাটসম্যান হিসেবে পরিচিত ক্রিস গেইল। বিশ্বকাপে এক ম্যাচে সবচেয়ে বেশি ছক্কা এই তারকা ক্রিকেটারের, ১৬টি।

সবচেয়ে বেশিবার শূন্য রানে আউট

২০০৭ বিশ্বকাপে ৪ বার করে শূন্য রানে আউট হয়েছেন দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্স ও আয়ারল্যান্ডের কাইল ম্যাককালান। এক বিশ্বকাপে যা সর্বোচ্চ।

সবচেয়ে বেশি সেঞ্চুরি

এক বিশ্বকাপে সবচেয়ে বেশি সেঞ্চুরি শ্রীলঙ্কার কুমার সঙ্গাকারার, ২০১৫ বিশ্বকাপে টানা চার ম্যাচ।

সবচেয়ে বেশিবার প্রথম বলে আউট

সবচেয়ে বেশি তিনবার প্রথম বলে আউট হয়েছেন পাকিস্তানের ইনজামাম-উল-হক, কেনিয়ার শেম এনগোচে ও নামিবিয়ার জেরি স্নাইম্যান।

সবচেয়ে বেশি উইকেট

নির্দিষ্ট কোনও দলের বিপক্ষে সবচেয়ে বেশি উইকেট মুত্তিয়া মুরালিধরনের। নিউজিল্যান্ডের বিপক্ষে ৫ ম্যাচে ১৫ উইকেট লঙ্কান অফ স্পিনারের।

এক আসরে সর্বোচ্চ উইকেট

২০১১ বিশ্বকাপে চারবার ৪ বা তার বেশি উইকেট নিয়েছেন পাকিস্তানের শহীদ আফ্রিদি। এক আসরে যা সর্বোচ্চ।

জুটি বেঁধে সবচেয়ে বেশি রান

জুটি বেঁধে সবচেয়ে বেশি রান অস্ট্রেলিয়ার গিলক্রিস্ট-হেইডেনের, ১২২০।

সবচেয়ে বেশি সেঞ্চুরি জুটি

সবচেয়ে বেশি সেঞ্চুরি জুটি অস্ট্রেলিয়ার গিলক্রিস্ট-হেইডেনের।  


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি