ঢাকা, শনিবার   ০৫ জুলাই ২০২৫

বাংলাদেশের বিপক্ষে শ্রীলংকার সম্ভাব্য একাদশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:১৮, ২৬ জুলাই ২০১৯ | আপডেট: ১১:২৯, ২৬ জুলাই ২০১৯

Ekushey Television Ltd.

বাংলাদেশ-শ্রীলঙ্কা প্রথম ওয়ানডে আজ শুক্রবার। ম্যাচটি কলম্বোর প্রেমাদাসায় বাংলাদেশ সময় বিকাল ৩টায় শুরু হওয়ার কথা রয়েছে।

বিশ্বকাপের দ্বাদশ আসরে আশানুরূপ পারফরম করতে পারেনি লংকানরা। ষষ্ঠ স্থানে থেকে অভিযান শেষ করেছে তারা। লংকানদের চোখ আগামী বিশ্বকাপে। এ লক্ষ্যে এখন থেকেই দল গোছানোর কথা ভাবছে তারা।

এদিকে, এ ম্যাচের মধ্যদিয়ে দীর্ঘ ১৫ বছরের ক্যারিয়ারের ইতি টানবেন শ্রীলংকার অভিজ্ঞ পেস বোলার লাসিথ মালিঙ্গা। বাংলাদেশের বিপক্ষে একাদশে থাকছেন তিনি তা নিশ্চিত। বিদায়ী ম্যাচে তাকে জয় উপহার দিতে চান অনুজরা। যদিও দলে অভিজ্ঞতার ঘাটতি রয়েছে। তবে সবকিছু মাথায় রেখেই একাদশ সাজাবে শ্রীলংকা। 

বাংলাদেশের বিপক্ষে শ্রীলংকার সম্ভাব্য একাদশ

দিমুথ করুনারত্নে (অধিনায়ক), কুশল পেরেরা, আভিস্কা ফার্নান্দো, কুশল মেন্ডিস, অ্যাঞ্জেলো মাথিউস, ধনঞ্জয়া ডি সিলভা, থিসারা পেরেরা, ইসুরু উদানা, নুয়ান প্রদীপ, আকিলা ধনঞ্জয়া ও লাসিথ মালিঙ্গা।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি