ঢাকা, মঙ্গলবার   ২১ মে ২০২৪

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৫১, ২৬ জুলাই ২০১৯

শ্রীলংকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ দল। লঙ্কান অধিনায়ক দিমুথ করুনারত্নে টস জিতে বেছে নিয়েছেন ব্যাটিং। ম্যাচটি কলম্বোর প্রেমাদাসায় অনুষ্ঠিত হচ্ছে।

প্রসঙ্গত, ওয়ানডে অধিনায়ক হিসেবে প্রথম টস হারলেন তামিম ইকবাল। তামিম জানালেন, টস জিতলে ব্যাটিং নিতেন তিনিও।  

টিভি পর্দা ও অনলাইনে সরাসরি ম্যাচটি দেখতে পারবেন ক্রিকেটপ্রেমীরা। ওয়ানডে সিরিজের তিনটি ম্যাচই সম্প্রচারিত হবে বিটিভি, গাজী টিভি ও মাছরাঙা টিভিতে। এছাড়া অনলাইনে সনি লিভ অ্যাপ কিংবা র্যা বিটহোল এন্টেরটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে দেখা যাবে।

দেশের বাইরেও বিভিন্ন দেশে সরাসরি সম্প্রচারিত হবে তিন ম্যাচের এ ওয়ানডে সিরিজ। ভারতের ক্রিকেটপ্রেমীরা ম্যাচগুলো সরাসরি দেখতে পারবে স্টার স্পোর্টসের পর্দায়। এছাড়া, যুক্তরাজ্য ও নিউজিল্যান্ডে বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজ সরাসরি সম্প্রচার করবে স্কাই স্পোর্টস ক্রিকেট ও স্কাই স্পোর্টস নিউজিল্যান্ড। অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও কানাডার অধিবাসীরা দেখতে পারবে ফক্স স্পোর্টস। আর দক্ষিণ আফ্রিকায় সুপার স্পোর্ট এবং কানাডায় এটিএন ক্রিকেট প্লাসে ম্যাচগুলো সরাসরি দেখানো হবে।

সিরিজের সবকটি ম্যাচই অনুষ্ঠিত হবে প্রেমাদাসা স্টেডিয়ামে। ২৮ ও ৩১ জুলাই বসবে সিরিজের বাকি দুই ম্যাচ। তিনটি ম্যাচই দিবারাত্রির।

আজকের ম্যাচে বাংলাদেশ একাদশ
তামিম ইকবাল, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, সাব্বির রহমান, সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন, শফিউল ইসলাম।


Ekushey Television Ltd.





© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি