ঢাকা, শনিবার   ০৩ মে ২০২৫

ম্যানইউকে রুখে দিল উলভারহ্যাম্পটন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:০০, ২০ আগস্ট ২০১৯ | আপডেট: ১৬:০১, ২০ আগস্ট ২০১৯

Ekushey Television Ltd.

ইংলিশ প্রিমিয়ার লিগে পেনাল্টি মিস করে পয়েন্ট হারাল ম্যানচেস্টার ইউনাইটেড। সোমবার রাতে উলভারহ্যাম্পটনের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে তারা। 

প্রতিপক্ষের মাঠে ম্যাচের ৬৮তম মিনিটে মার্কাশ র‌্যাশফোর্ডকে ডি বক্সে রায়ান বেনেট ফাউল করলে পেনাল্টি পায় ম্যানইউ। পগবার শট জাল খুজে না পেলে পূর্ণ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে ব্যর্থ হয় ম্যানচেস্টার ইউনাইটেড।

এর আগে প্রথমার্ধের ২৭তম মিনিটে মার্টিয়ালের গোলে এগিয়ে ছিল অতিথিরা। তবে ম্যাচের ৫৫তম মিনিটে রুবেন নাভাসের গোলে ১-১ এ সমতা আনে উলভারহ্যাম্পটন।

এই ড্রয়েরন ফলে ২ ম্যাচে ৪ পয়েন্ট সংগ্রহ করল ম্যানচেস্টার ইউনাইটেড। সমান ম্যাচে ২ পয়েন্ট উলভারহ্যাম্পটনের।   


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি