ঢাকা, শনিবার   ০৩ মে ২০২৫

আজ উ. কোরিয়ার মুখোমুখি হবে ঢাকা আবাহনী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৪০, ২১ আগস্ট ২০১৯

Ekushey Television Ltd.

এএফসি কাপের দ্বিতীয় পর্বের প্রথম ম্যাচে উত্তর কোরিয়ার ক্লাব এপ্রিল টুয়েন্টি ফাইভের মুখোমুখি হবে ঢাকা আবাহনী লিমিটেড।

ইন্টার জোন প্লে অফ সেমি ফাইনালের প্রথম লেগের এই ম্যাচটি বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শুরু হবে বুধবার সন্ধ্যা পৌনে ৭টায়।

এর আগে দুই ক্লাব কখনোই মুখোমুখি হয়নি। তবে জাতীয় দলের ৮ জন খেলোয়াড় নিয়ে গড়া উত্তর কোরিয়ার ক্লাবটি নিঃসন্দেহে ফেভারিট সেটি মানছে আবাহনীও। সম্মানজনক ফলাফলের লক্ষ্যেই ম্যাচে শেষ পর্যন্ত লড়াই করবে আবাহনী।

দু’দলের ফিরতি পর্বের ম্যাচটি হবে ২৮ আগস্ট, উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ং এ।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি