ঢাকা, মঙ্গলবার   ১৬ সেপ্টেম্বর ২০২৫

টাইগারদের নতুন ফিজিও জুলিয়ান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৪৫, ২৮ আগস্ট ২০১৯ | আপডেট: ০৮:৪৬, ২৮ আগস্ট ২০১৯

Ekushey Television Ltd.

প্রধান কোচ ও পেস বোলিং কোচের পর এবার বাংলাদেশ দলে নতুন ফিজিও হিসেবে যোগ দিচ্ছেন দক্ষিণ আফ্রিকা ও ইতালির নাগরিক জুলিয়ান কালেফাটো।

মঙ্গলবার রাত ১০টায় এক বিজ্ঞপ্তিতে ফিজিও হিসেবে জুলিয়ানের নাম ঘোষণা করে বিসিবি।

বিশ্বকাপের পর আগের ফিজিও লঙ্কান থিহান চন্দ্রমোহনের সঙ্গে চুক্তি বাড়ায়নি বিসিবি। তাকে ছুটি দিয়ে দিয়েছে ক্রিকেট বোর্ড।

তার জায়গায় যোগ দিচ্ছেন ইংলিশ কাউন্টি ক্রিকেটে কাজ করার দীর্ঘ অভিজ্ঞতা সম্পন্ন জুলিয়ান কালেফাটো। তিনি ২০২১ সালের নভেম্বর পর্যন্ত বিসিবির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন।

৪০ বছর বয়সী দক্ষিণ আফ্রিকান ও ইতালিয়ান ফিজিও বিশেষভাবে ইনজুরি প্রতিরোধক হিসেবে বিশেষ সমাদৃত। 

এর আগে কাজ করেছেন গ্লস্টাশায়ার কাউন্টি ক্রিকেট ক্লাবে। স্ট্রেংথ ও কন্ডিশনিং কোচ হিসেবে যুক্ত ছিলেন ডার্বিশায়ার কাউন্টি, ওয়েস্টার্ন প্রভিন্স কেপ কোবরাস ও ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের সঙ্গেও। ক্রিকেটের বাইরে স্প্রিংবক রাগবি ইউনিয়ন, দক্ষিণ আফ্রিকার স্পোর্টস সায়েন্স ইনস্টিটিউট, ভলভো ওসেন রেস, লাফবরো ইউনিভার্সিটি ও সুইজারল্যান্ডের অভিজাত আইস হকিতে কাজ করার অভিজ্ঞতাও আছে ৪০ বছর বয়সী জুলিয়ানের।

৫ সেপ্টেম্বর শুরু আফগানিস্তানের বিপক্ষে চট্টগ্রাম টেস্টের আগে তাঁর বাংলাদেশ দলে যোগ দেওয়ার কথা।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি