ঢাকা, রবিবার   ০৪ মে ২০২৫

এসি মিলানের জালে বেলত্তির জোড়া গোল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:২২, ২৭ সেপ্টেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

ইতালিয়ান ফুটবল লিগ সিরি আ’তে জয় পেয়েছে তুরিনো। বৃহস্পতিবার এসি মিলানকে ২-১ গোলে হারিয়েছে তারা।

চলতি মৌসুমে তুরিনোর এটি তৃতীয় জয় আর এসি মিলানের এটি তৃতীয় হার। প্রতিদ্বন্দ্বিতামূলক খেলার প্রথমার্ধে নিজেদের মাঠে পিছিয়ে পরে তুরিনো। ম্যাচের ১৮তম মিনিটে এসি মিলানের হয়ে পেনাল্টি থেকে গোলটি করেন পাইটেক।

ঘরের মাঠে পিছিয়ে পরে আক্রমণের গতি বাড়ায় তুরিনো। আর দ্বিতীয়ার্ধে স্ট্রাইকার আন্দ্রে বেলত্তির জোড়া গোল হার এড়াতে সক্ষম হয় তারা।

ম্যাচের ৭২তম মিনিটের মাথায় টমাস রিনকনের পাসে বল পেয়ে ডি বক্সের বাইরে থেকে ডান পায়ের শটে গোল করে ম্যাচে সমতা ফেরান বেলত্তি। এরপর ম্যাচের ৭৬তম মিনিটে ডি বক্সের একদম কাছ থেকে বেলত্তি আবারও বল জালে জড়ান।

এই জয়ে ৫ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে টেবিলের ষষ্ঠ স্থানে উঠে এসেছে তুরিনো। সমান ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে ১৩তম স্থানে আছে এসি মিলান। আর ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে জুভেন্টাস।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি