ঢাকা, রবিবার   ০৪ মে ২০২৫

দুই গোলে লিড নিয়েও জয় পেল না সেভিয়া

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৫১, ২৭ সেপ্টেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

প্রতিপক্ষের মাঠে দুই গোলে লিড নিয়েও শেষ পর্যন্ত জয় দেখা পেল না সেভিয়া। স্প্যানিশ ফুটবল লিগ লা লিগায় এইবারের কাছে ৩-২ গোলে হেরেছে সেভিয়া।

চলতি আসরে দলটির এটি দ্বিতীয় হার। আর এইবারের প্রথম জয়। ম্যাচের ১১তম মিনিটে ওকাম্পোস ও ৩৩তম মিনিটে এলিভার টরেস গোল করলে ২-০তে এগিয়ে থেকে বিরতিতে যায় সেভিয়া।

বিরতি থেকে ফিরে ঘরের মাঠে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে জয় নিশ্চিত করেছে এইবার। ম্যাচের ৬৬তম মিনিটে প্রথম গোলটি আসে পেনাল্টি থেকে। এরপর ম্যাচের ৭৭তম মিনিটে লিওন ও ৮২তম মিনিটে জোসে অ্যাঞ্জেল গোল করলে জয় নিয়ে মাঠ ছাড়ে এইবার।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি