ঢাকা, রবিবার   ০৪ মে ২০২৫

পয়েন্ট হারিয়েছে এসি মিলান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৩৭, ৩০ সেপ্টেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

ইতালিয়ান সিরি আ’তে আবারও পয়েন্ট হারিয়েছে জায়ান্ট এসি মিলান। ফিওরেন্তিনার কাছে ৩-১ গোলে হেরে পিছিয়ে গেল দলটি।

এ হারে ৬ খেলায় ৬ পয়েন্ট নিয়ে লিগে তাদের অবস্থান ১৬-এ। আর সমান খেলায় ৮ পয়েন্ট নিয়ে আটে আছে ফিওরেন্তিনা।

ম্যাচের ১৪তম মিনিটে ফেরিক পুলগার পেনাল্টি থেকে প্রথম গোল করে ফিওরেন্তিনাকে এগিয়ে নেন।

বিরতির পর গায়েতানো ক্রাস্ত্রোভিল আরেকটি গোল করে ব্যবধান বাড়ান। ম্যাচের ৭৮তম মিনিটে ফ্রাঙ্ক রিবেরি তৃতীয় গোল করলে মিলানের হার নিশ্চিত হয়ে যায়।

শেষ দিকে তারা জ্বলে ওঠে। ম্যাচের ৮০তম মিনিটে রাফায়েল লিয়াও একটি গোল শোধ করেন। তবে শেষ পর্যন্ত আর গোল করতে ব্যর্থ হলে হার নিয়েই মাঠ ছাড়তে হয় তাদের।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি