ঢাকা, রবিবার   ০৪ মে ২০২৫

স্ট্যান্ডার্ড লিগের বিপক্ষে আর্সেনালের দাপুটে জয়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৪১, ৪ অক্টোবর ২০১৯ | আপডেট: ১০:৪২, ৪ অক্টোবর ২০১৯

Ekushey Television Ltd.

ইউরোপা লিগ ফুটবলে জয় পেয়েছে আর্সেনাল। বৃহস্পতিবার এমিরেটস স্টেডিয়ামে স্ট্যান্ডার্ড লিগকে ৪-০ গোলে হারিয়েছে তারা।

ঘরের মাঠে দাপটের সঙ্গে লড়াই করে জিতেছে গানাররা। চলতি আসরে দলটির এটি দ্বিতীয় জয়। আর এই জয়ে এফ গ্রুপ থেকে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে তারা।

আর্সেনালের হয়ে জোড়া গোল করেন মার্নিনেইল সিলভা। ম্যাচের ২২তম মিনিটে মিডফিল্ডার জোসেপ জর্জ গোল করলে ৩-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় তারা। আর ম্যাচের ৫৭তম মিনিটে দলটির হয়ে শেষ গোলটি করেন ড্যানি ক্যাবালোস। পিছিয়ে পরে গোল পরিশোধে আক্রমণ চালালেও শেষ পর্যন্ত হার এড়াতে পারেনি স্ট্যান্ডার্ড লিগ।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি