ঢাকা, বুধবার   ০৭ মে ২০২৫

শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপে আজ বাঁচা-মরার ম্যাচ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:২২, ২৪ অক্টোবর ২০১৯ | আপডেট: ১৩:২৮, ২৪ অক্টোবর ২০১৯

Ekushey Television Ltd.

শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপে এখন বেঁচে থাকতে হলে গ্রুপ পর্বের বাকি দুই ম্যাচে জয় ছাড়া কোনও বিকল্প নেই বসুন্ধরা কিংসের সামনে। কারণ ভারতের গোকুলাম কেরালা এফসি’র বিপক্ষে হার খাদের কিনারে ফেলে দিয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) চ্যাম্পিয়নদের।

এমন সমীকরণ নিয়ে আজ বৃহস্পতিবার নিজেদের দ্বিতীয় ম্যাচে ‘বি’ গ্রুপে ভারতের আরেক দল আই লিগ চ্যাম্পিয়ন চেন্নাই সিটি এফসি’র মুখোমুখি বসুন্ধরা। চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়াম বিকাল ৪টায় শুরু হবে ম্যাচটি।

সেমিফাইনাল খেলার জন্য আজকের ম্যাচ জয়ের বিকল্প নেই কোনও পক্ষেরই। কারণ নিজেদের প্রথম ম্যাচে হেরেছে দুই দলই। আরেকটা ভুলে মূল্য দিতে হবে গ্রুপপর্ব থেকেই ছিটকে যেয়ে।

তাই এমন কোণঠাসা অবস্থায় আগের মৌসুমের অপরাজেয় খেলার ধরনেই ফিরতে চায় বসুন্ধরা কিংস। প্রয়োজনে একাধিক তারকা ফুটবলারকে ডাগআউটে বসিয়ে রাখতে রাজী দলটির স্প্যানিশ কোচ অস্কার ব্রুজেন।

জয় পেতে আগের মৌসুমের সৈনিকদের উপরই ভরসা রাখছেন অস্কার। ফিরতে চান গত মৌসুমের খেলার ধরনে। তাই পরীক্ষিতদের দিয়েই লড়তে চান চেন্নাইয়ের বিপক্ষে।

চেন্নাইয়ের বিপক্ষে বড় রকম পরিবর্তনের কথা জানিয়ে দিয়েছেন বসুন্ধরার স্প্যানিশ কোচ। এ মৌসুমে নতুন যারা এসেছেন তাদেরই মূলত জায়গা হতে পারে ডাগআউটে।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি