ঢাকা, বুধবার   ০৭ মে ২০২৫

কঠিন পরীক্ষা দিল আর্সেনাল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৫৫, ২৫ অক্টোবর ২০১৯ | আপডেট: ১১:৫৭, ২৫ অক্টোবর ২০১৯

Ekushey Television Ltd.

ইউরোপা লিগ ফুটবলে ভিক্টোরিয়ার বিপক্ষে কঠিন পরীক্ষা দিতে হয়েছে ইংলিশ জায়ান্ট আর্সেনালকে। অবশ্য প্রথমার্ধে দুই গোল হজম করেও জয় পেয়েছে গানাররা।

বৃহস্পতিবার রাতে ভিক্টোরিয়াকে ৩-২ গোলে হারিয়েছে উনাই এমেরির শিষ্যরা। আর এ জয়ের নায়ক নিকোলাস পেপে।

ঘরের মাঠে প্রথমে পিছিয়ে পড়ে দারুণভাবে ঘুরে দাঁড়ায় আর্সেনাল। প্রথমার্ধে ২ গোল করেও শেষ পর্যন্ত জয় নিশ্চিত করতে পারেনি ভিক্টোরিয়া। চলতি আসরে তারা একটি জয়ও পায়নি।

আর এফ গ্রুপ থেকে তিন ম্যাচ শেষে তিনটিতে জয় নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে আর্সেনাল। ইংলিশদের হয়ে প্রথমার্ধে গোল করে ব্যবধান কমান গার্সিয়া মার্টিনেল। আর ম্যাচের ৮০তম ও ৯০তম মিনিটে গোল করেন ম্যাচের জয়ের নায়ক নিকোলাস পেপে।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি