ঢাকা, বুধবার   ০৭ মে ২০২৫

আজ প্রথম সেমিতে মুখোমুখি চট্টগ্রাম আবাহনী-কেরালা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:২৯, ২৮ অক্টোবর ২০১৯

Ekushey Television Ltd.

শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ ফুটবল টুর্নামেন্টের শেষ চারের লড়াই শুরু হচ্ছে আজ সোমবার।

ফাইনালে ওঠার মিশনে আসরের প্রথম সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে স্বাগতিক চট্টগ্রাম আবাহনী ও ভারতের গোকুলাম কেরালা এফসি। চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৭টায়।

চট্টগ্রাম আবাহনী এবার তাদের অভিযান শুরু করেছে শিরোপা পু্নরুদ্ধারের অঙ্গীকার নিয়ে। শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপের প্রথম চ্যাম্পিয়ন তারা। ২০১৫ সালে শিরোপা উৎসব করেছিল বন্দর নগরের দলটি। এবারও ফাইনালে যাওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী তারা।

এদিকে, দেশের আরেক ক্লাব বসুন্ধরা কিংসের দুর্ভাগ্যবশত শেষ চারের স্বপ্নভঙ্গ হওয়ায় বাংলাদেশের মানুষের সব আশা এখন বন্দর নগরের ক্লাবটিকে ঘিরে। তাই ফাইনালে যাওয়ার জন্য মরিয়া চট্টগ্রাম আবাহনী।          

গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে মোহনবাগানের বিপক্ষে হেরে যায় চট্টগ্রাম আবাহনী। তবে হারলেও ‘এ’ গ্রুপের শীর্ষ দল হিসেবে শেষ চারের টিকেট কাটে তারা। সেই ম্যাচে ঘরের দলকে সমর্থন জানাতে টুর্নামেন্টের একমাত্র ভেন্যু চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে ভরে গিয়েছিল দর্শকে। এবার সেমিফাইনালেও তেমন দর্শকের ভিড়ের সম্ভাবনা বেশি।

অন্যদিকে, তিন ম্যাচে দুই জয় ও এক ড্র কেরালার। ছন্দে থাকা দল নিয়ে তাই আশাবাদী দলের প্রধান কোচ ফার্নান্দো সান্তিয়াগো। সংবাদ সম্মেলনে সান্তিয়াগো বললেন, ম্যাচটি খুব প্রতিযোগিতমূলক হবে। আশা করি, ছেলেরা ফাইনালে ওঠার জন্য লড়ে যাবে।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি