ঢাকা, বুধবার   ০৭ মে ২০২৫

এএফসি চ্যাম্পিয়নশিপ বাছাইয়ে হার দিয়ে শুরু যুবাদের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৩৪, ৭ নভেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

এএফসি অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের বাছাই পর্বে প্রথম ম্যাচেই হোঁচট খেল বাংলাদেশ। স্বাগতিক বাহরাইনের মাঠে প্রথমার্ধের শেষ দিকে পিছিয়ে পড়ে ফাহিম-ইয়াসিনরা, দ্বিতীয়ার্ধের শেষ দিকে হজম করে আরও দুটি গোল। এতে হার দিয়ে মিশন শুরু করল লাল-সবুজ যুবারা।  

বুধবার রাতে ‘ই’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে ৩-০ গোলের ব্যবধানে হেরে গেছে পিটার টার্নারের শিষ্যরা।

বাহরাইনের খালিফা স্পোর্টস সিটি স্টেডিয়ামে শুরুটা ভাল করলেও শেষরক্ষা হয়নি বাংলাদেশের। প্রথমার্ধের শেষ মিনিটের গোলে এগিয়ে যায় বাহরাইন।

দ্বিতীয়ার্ধে সমতায় ফেরার জন্য মরিয়া হয়ে আক্রমণ চালায় সফরকারীরা। বেশ কিছু আক্রমণও চালায় বাংলাদেশ। তবে তাদের সব আক্রমণই বাহরাইনের রক্ষণভাগে প্রতিহত হয়।

উল্টো ম্যাচের শেষ দুই মিনিটে দুই গোল খেয়ে ৩ গোলের হার নিয়ে মাঠ ছাড়তে হয় অতিথিদের। 

আগামীকাল শুক্রবার নিজেদের দ্বিতীয় ম্যাচে জর্ডানের মুখোমুখি হবে বাংলাদেশ। ভুটানকে ৩-০ গোলে হারিয়ে বাছাইয়ে শুভসূচনা করেছে জর্ডান।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি