ঢাকা, বৃহস্পতিবার   ০৮ মে ২০২৫

ব্রাইটনের কাছে এবার হেরেই গেল আর্সেনাল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:০৫, ৬ ডিসেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

ইংলিশ প্রিমিয়ার লিগে সময়টা মোটেও ভালো যাচ্ছে না আর্সেনালের। টানা দুই ড্রয়ের পর এবার ঘরের মাঠে হেরেই গেল দলটি।

শুক্রবার ভোররাতে ব্রাইটন হোভ অ্যালবিওনের কাছে ২-১ গোলে হেরে গেছে ফেড্ডি এলজাংবার্গের দল। ফলে প্রিমিয়ার লিগে টানা সাত ম্যাচ জয় বঞ্চিত থাকল গানাররা।

এমিরেটস স্টেডিয়ামে ম্যাচের প্রথমার্ধেই পিছিয়ে পরে আর্সেনাল। ম্যাচের ৩৬ মিনিটে কর্নার থেকে বল বিপদমুক্ত করতে পারেননি আর্সেনালের ডিফেন্ডার। বল জালে জড়াতে ভুল করেননি ব্রাইটনের অ্যাডাম ওয়েবস্টের।

দ্বিতীয়ার্ধে ম্যাচের ৫০তম মিনিটে আর্সেনালের পক্ষে একমাত্র গোল করেন আলেকজান্দ্রে। ম্যাচের ৮০তম মিনিটে আর্সেনালের বিপক্ষে আবারও এগিয়ে যায় অতিথিরা। অ্যারোন মোয়ের ক্রস থেকে দারুণ হেডে আর্সেনালের গোলরক্ষককে পরাস্ত করেন নিল মাউপে।

ম্যাচের বাকিটা সময় গোল শোধে ব্যর্থ হয় স্বাগতিকরা। ফলে ২-১ গোলের পরাজয়ে পয়েন্ট হারিয়ে মাঠ ছাড়তে হয় আর্সেনালের।

তবে হেরেও টেবিলের দশম স্থানেই রয়েছে আর্সেনাল। ১৮ পয়েন্ট নিয়ে ১৩ নম্বরে ব্রাইটন। ১৫ ম্যাচে ৫ জয় ও ৪ ড্রয়ে ১৯ পয়েন্ট নিয়ে টেবিলের ১১ নম্বরে রয়েছে নিউক্যাসল।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি