ঢাকা, বৃহস্পতিবার   ০৮ মে ২০২৫

টানা ৭ ম্যাচ পর সাফল্যের দেখা পেল আর্সেনাল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:০৫, ১০ ডিসেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

লিগে টানা ৭ ম্যাচ পর সাফল্যের দেখা পেল আর্সেনাল। সোমবার রাতে ইংলিশ প্রিাময়ার লিগে ওয়েস্ট হ্যামের বিপক্ষে ৩-১ গোলে জয় পেয়েছে ‘গানার্স’ নামে পরিচিত দলটি।

ম্যাচের শুরুতে বল দখলের আধিপত্য ছিল আর্সেনালের। প্রথমার্ধে ওয়েস্ট হ্যামও খুব বেশি চাপ তৈরি করতে পারেনি। তবে ৩৮ মিনিটে ম্যাচের প্রথম গোল করে ওয়েস্ট হ্যাম।

এরপর আর গোলের দেখা পায়নি তারা। অপরদিকে, আর্সেনালের হয়ে তিনটি গোল করেন গাব্রিয়েল মার্তিনেল্লি, নিকোল পেপ্পে ও পিয়েরে-এমেরিক।

এ জয়ে ১৬ ম্যাচে ৫ জয় ও ৭ ড্রয়ে ২২ পয়েন্ট নিয়ে ৯ নম্বরে উঠেছে আর্সেনাল। ৪৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে লিভারপুল। দুইয়ে থাকা লেস্টার সিটির পয়েন্ট ৩৮। ৩২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে ম্যানচেস্টার সিটি। ২৯ পয়েন্ট নিয়ে চার নম্বরে আছে চেলসি। ম্যানচেস্টার ইউনাইটেড ও উলভারহ্যাম্পটন ওয়ানডারার্সের পয়েন্ট সমান ২৪।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি