ঢাকা, বৃহস্পতিবার   ০৮ মে ২০২৫

নিউক্যাসলের জালে গোল উৎসব করল ম্যানইউ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:০৬, ২৭ ডিসেম্বর ২০১৯ | আপডেট: ১৬:০৬, ২৭ ডিসেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

ক্রিসমাসের উৎসব সেরেই জ্বলে ওঠল উত্থান-পতনের মধ্য দিয়ে এগিয়ে যাওয়া ম্যানচেস্টার ইউনাইটেড। ইংলিশ প্রিমিয়ার লিগে নিউক্যাসেলের বিপক্ষে পিছিয়ে পড়েও দারুণ জয় তুলে নিয়েছে রেড ডেভিলরা।

বৃহস্পতিবার দিনগত রাতে ৪-১ গোলের জয় পেয়েছে ওলে গানার সুলশারের শিষ্যরা। জোড়া গোল করেছেন অঁতনি মার্সিয়াল, একটি করে মার্কাস রাশফোর্ড ও ম্যাসন গ্রিনউড।

ওল্ড ট্রাফোর্ডে ম্যাচের ১৭তম মিনিটে লংস্টাফের গোলে এগিয়ে যায় নিউক্যাসেল। কিন্তু এর ৭ মিনিট পর মার্সিয়ালের গোলে সমতা আনে ইউনাইটেড।

ম্যাচের ৩৬তম মিনিটে গ্রিনউড ব্যবধান দ্বিগুণ করেন। এই গোলের ৫ মিনিট পর ৩-১ করেন রাশফোর্ড।

বিরতি থেকে ফিরে ম্যাচের ৫১তম মিনিটে মার্সিয়াল নিজের দ্বিতীয় গোল করলে ৪-১ গোলের জয় পায় ম্যানচেস্টার ইউনাইটেড।   

এই জয়ে একটা বড় লাফও দিয়েছে ম্যানইউ। ১৯ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগ তালিকার সপ্তম স্থানে ওঠে এসেছে তারা। সমান ম্যাচে তাদের চেয়ে তিন পয়েন্ট কম নিয়ে ১০ম স্থানে নিউক্যাসল। ১৮ ম্যাচে ৫২ পয়েন্ট নিয়ে সবার শীর্ষে লিভারপুল।

একে// 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি