ঢাকা, সোমবার   ১৩ মে ২০২৪

কুমিল্লার প্রয়োজন মাত্র ১৪২

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৩৩, ৭ জানুয়ারি ২০২০ | আপডেট: ১৬:০১, ৭ জানুয়ারি ২০২০

বঙ্গবন্ধু বিপিএলের শেষ পর্বে দিনের প্রথম ম্যাচে কুমিল্লা ওয়ারিয়র্সের বিপক্ষে মাঠে নেমে সিলেট থান্ডার সংগ্রহ করেছে ৫ উইকেটে ১৪১ রান (২০ ওভার)। যদিও তারা ইতিমধ্যে টুর্নাণমেন্ট থেকে বিদায় নিয়েছে। এদিকে শেষ চারের আশা বাঁচিয়ে রাখা কুমিল্লা ওয়ারিয়র্স শেষ খবর পাওয়া পর্যন্ত ১ ওভারে সংগ্রহ করেছেন ২ রান।

মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে টসে হেরে প্রথমে ব্যাট করতে নামে সিলেট। সিলেটের শুরুটা ছিল ধীরস্থির। অধিনায়ক আন্দ্রে ফ্লেচারকে ২২ রানে ফিরিয়ে ওপেনিং জুটি ভাঙ্গেন পেসার আল আমিন হোসেন। দলের রান তখন ৫.২ ওভারে ২৭। তিনে নেমে রানের গতি বাড়াতে থাকা জনসন চার্লসকেও (১৫ বলে ২৬) ফেরান আল আমিন। মোহাম্মদ মিঠুন এসে রানের গতি বাড়াতে ব্যর্থ। ওপেনার আব্দুল মজিদ করেন সর্বোচ্চ ৪৫ রান।

দলীয় ১০৮ রানে মুজিব-উর-রহমানের বলে আউট হওয়ার আগে ২৫ বল খেলে মাত্র ১৮ রান করেন মিঠুন। এরপর ব্যাটিংয়ে ঝড় তোলেন জীবন মেন্ডিস। ১১ বলে ২৩ রানে মেন্ডিসকে ফেরান ডেভিড উইজ। পরের বলেই আউট একপ্রান্ত আগলে রাখা সিলেটের ওপেনার মজিদ (৪০ বলে ৪৫ রান)। ডেভিড উইজ হ্যাটট্রিকের সম্ভাবনা জাগালেও নাজমুল হোসেন মিলন তা ঠেকিয়ে দেন। শেষ পর্যন্ত ১৪১ রানে থামে সিলেটের ইনিংস। আল আমিন ও ডেভিড উইজ নেন ২টি করে উইকেট।

আজকের ম্যাচ ও বাকি দুই ম্যাচে জয় পেলে শেষ চার নিশ্চিত কুমিল্লার। ১০ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে যৌথভাবে শীর্ষে রাজশাহী ও চট্টগ্রাম। ১২ পয়েন্ট নিয়ে তিনে থাকা ঢাকা প্লাটুন খেলেছে ৯ ম্যাচ। সমান ম্যাচে ৪ নম্বরে থাকা খুলনা টাইগার্সের পয়েন্ট ১০। ৯ খেলায় কুমিল্লা ওয়ারিয়র্স ৮ পয়েন্ট নিয়ে পাঁচে এবং ২০ খেলায় ৮ পয়েন্ট নিয়ে ছয়ে রংপুর রেঞ্জার্স।
এসএ/

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি