ঢাকা, মঙ্গলবার   ০৮ জুলাই ২০২৫

আগুয়েরোর জোড়া গোলের পরও জিতল না সিটি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৩৩, ১৯ জানুয়ারি ২০২০ | আপডেট: ১০:৩৬, ১৯ জানুয়ারি ২০২০

Ekushey Television Ltd.

ইংলিশ প্রিমিয়ার লিগে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে পাঁচ মিনিটের ব্যবধানে দুই গোল করলেন সার্জিও আগুয়েরো। এতে দারুণ এক জয়ের সম্ভাবনা জাগে বর্তমান চ্যাম্পিয়নদের। তবে নির্ধারিত সময়ের শেষ মিনিটে আত্মঘাতী গোলে জয়ের দেখা পেল না ম্যানচেস্টার সিটি।

শনিবার রাতে রোমাঞ্চকর ম্যাচটি ২-২ গোলে ড্র হয়েছে। এতে লিগে টানা তিন ম্যাচ জয়ের পর ঘরের মাঠে পয়েন্ট হারাল সিটিজেনরা।

ইতিহাদ স্টেডিয়ামে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে পেপ গার্দিওলার শিষ্যরা। তবে ম্যাচের ৩৯তম মিনিটে উল্টো গোল হজম করে স্বাগতিকরা। টোসুন গোল করে ক্রিস্টালকে এগিয়ে নেন।

বিরতির পর আক্রমণের ধার বাড়াতে গাব্রিয়েল জেসুস ও রিয়াদ মাহরেজকে মাঠে নামান গার্দিওলা। সাফল্যও মেলে দ্রুত। ম্যাচের ৮২ ও ৮৭ মিনিটে জোড়া গোল পূর্ণ করে দলকে জয়ের স্বপ্ন দেখান আর্জেন্টাইন ফরোয়ার্ড আগুয়েরো। কিন্তু নির্ধারিত সময়ের শেষ মিনিটে ফার্নানদিনহো আত্মঘাতী গোল করে বসলে পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়তে হয় ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের।

এ ড্রয়ের ফলে ২৩ ম্যাচে ৪৮ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয়স্থানেই আছে দ্য স্কাই ব্লুজ খ্যাত দলটি। দুই ম্যাচ কম খেলা লিভারপুল ৬১ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে। আর বাজে সময়ের মধ্যে যাওয়া আর্সেনাল ২৩ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে দশম স্থানে রয়েছে।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি