ঢাকা, বৃহস্পতিবার   ০৮ মে ২০২৫

দারুণ জয়ে এফএ কাপের কোয়র্টারে আর্সেনাল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:২৭, ৩ মার্চ ২০২০

Ekushey Television Ltd.

পোর্টসমাউথকে ২-০ গোলে হারিয়ে এফএ কাপের কোয়র্টার ফাইনালে জায়গা করে নিয়েছে আর্সেনাল।

সোমবার রাতে ফ্রাটন পার্কে শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় আর্সেনাল। তবে পাল্টা আক্রমণ গড়ে ম্যাচ জমিয়ে তুলে পোর্টসমাউথ।

একাধিক আক্রমণ গড়লেও গোলের দেখা পাচ্ছিল না আর্সেনাল। প্রথমার্ধের যোগ করা সময়ে কাঙ্খিত গোলের দেখা পায় গানাররা।

সক্রেটিসের পাসে গোল করে দলকে এগিয়ে দেন পাপাস্তাথপোলোস। এরপর ম্যাচে ৫১তম মিনিটে এনকেটিয়া গোল করলে ২-০ তে এগিয়ে যায় আর্সেনাল।

বাকি সময়ে আর গোল না হলে ২ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে আর্সেনাল।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি