ঢাকা, বৃহস্পতিবার   ০৮ মে ২০২৫

মেসির গোলে শীর্ষে বার্সা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:১২, ৮ মার্চ ২০২০

Ekushey Television Ltd.

স্প্যানিশ লা লিগায় জমজমাট এক লড়াইয়ে ব্যবধান গড়ে দিলেন লিওনেল মেসি। পেনাল্টি থেকে গোল করে দলকে ফেরালেন জয়ের পথে; সঙ্গে তুললেন লিগের শীর্ষেও।

শনিবার রাতে মেসির গোলে সোসিয়েদাদকে ১-০ গোলে হারিয়েছে বার্সেলোনা। আগের ম্যাচে এল ক্লাসিকোয় রিয়াল মাদ্রিদের বিপক্ষে হেরেছিল কিকে সেতিয়েনের দল।

ক্যাম্প ন্যু’য়ে বার্সার সাথে সমান তালেই লড়ে সোসিয়েদাদ। একাধিক আক্রমণ গড়লেও গোলের দেখা পাচ্ছিল না কোনও দলই। ম্যাচের ৮১ মিনিটে কাঙ্খিত গোলের দেখা পায় বার্সা। মিকেল ওইয়ারসাবালের হাতে লাগলে ডিআরএসের মাধ্যমে পেনাল্টি দেয় রেফারি। পেনাল্টি থেকে একমাত্র গোল কওে দু’দলে ব্যবধান গড়ে দেন লিওনেল মেসি। 

এই জয়ে ২৭ ম্যাচে ৫৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে উঠে এলো কাতালানরা। এক ম্যাচ কম খেলে ৫৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে রিয়াল মাদ্রিদ।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি