ঢাকা, রবিবার   ১১ মে ২০২৫

অবশেষে কারাগার থেকে মুক্ত রোনালদিনহো

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:২৮, ৮ এপ্রিল ২০২০

Ekushey Television Ltd.

৩২ দিন প্যারাগুয়েতে কারাভোগের পর ব্রাজিলিয়ান ফুটবল কিংবদন্তি রোনালদিনহো ও তার ভাই রবার্তো অ্যাসিস মুক্ত হলেন। তবে বিচারকাজ শেষ না হওয়া পর্যন্ত একটি হোটেলে গৃহবন্দী থাকতে হবে তাদের।

এর আগে প্যারাগুয়েতে প্রবেশের সময় জাল পাসপোর্ট ও ভুয়া কাগজপত্র ব্যবহার করায় গ্রেফতার করা হয় রোনালদিনহোকে। দুই ভাইয়ের পাসপোর্টে নাম ঠিক থাকলেও জাতীয়তা লেখা হয় প্যারাগুইয়ান। পরে সাবেক বার্সা তারকার শর্তসাপেক্ষে কারামুক্তির আবেদন মঞ্জুর করেন বিচারপতি গুস্তাভো অ্যামারিয়া। এজন্য তাদের ১.৬ মিলিয়ন মার্কিন ডলার মুচলেকা দিতে হয়েছে।

প্যারাগুয়ের একটি ক্যাসিনো মালিক নেলসন বেলোত্তির আমন্ত্রণে রোনালদিনহো ও তার ভাই দেশটিতে আসেন। যেখানে বিশ্বকাপজয়ী এই তারকার কাছে বর্তমানে ব্রাজিলের পাসপোর্ট নেই। জেলে অবশ্য তারসময়টা খারাপ কাটেনি। কারাগারে ফুটবল টুর্নামেন্টে খেলেছেন এবং ৫ গোল করেছেন তিনি।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি