ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪

১৬শ’ ক্রিকেটার পেল বিসিবি’র ঈদ বোনাস

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৫৯, ২৩ মে ২০২০

করোনা ভাইরাসের কারণে ঈদুল ফিতরের আগে অস্বচ্ছল ক্রিকেটারদের আর্থিক সহযোগিতা দেয়ার ঘোষণা দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এবার সেই প্রেক্ষিতে অস্বচ্ছল ক্রিকেটারদের পাশে দাঁড়িয়েছে বিসিবি।

প্রিমিয়ার লিগ, প্রথম-দ্বিতীয় ও তৃতীয় বিভাগের মোট ১৬শ’ ক্রিকেটারকে আর্থিক সহায়তা প্রদান করলো বিসিবি।

ঢাকা প্রিমিয়ার লিগ ও প্রথম বিভাগের ক্রিকেটারদের ১০ হাজার এবং আর দ্বিতীয়-তৃতীয় বিভাগের খেলোয়াড়রদের ৮ হাজার টাকা করে আর্থিক সহায়তা দিয়েছে বিসিবি।

এরআগে, করোনা ভাইরাসের সংক্রমণের পর থেকেই অসচ্ছল ক্রিকেটার ও স্বল্প আয়ের কর্মচারিদের পাশে দাঁড়ায় বিসিবি।

ঢাকাসহ, ঢাকার বাইরের বিভাগীয় শহরগুলোতেও ক্রিকেট পরিবার এবং অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বিসিবি।

ক্রিকেটের বাইরের অন্যান্য ডিসিপ্লিনের ক্রীড়াবিদদেরও সহযোগিতা করেছে বিসিবি। দেশের ২৩টি ফেডারেশনের ক্রীড়াবিদদের জন্য ১০ হাজার টাকার ৫০১টি চেক প্রদান করেছে বিসিবি।
এসএ/
 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি