ঢাকা, রবিবার   ০৬ জুলাই ২০২৫

করোনা প্রোটোকল ভঙ্গ করায় ল্যাজিওকে জরিমানা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৫৬, ২৭ মার্চ ২০২১

Ekushey Television Ltd.

কোভিড-১৯ প্রোটোকল ভঙ্গ করায় সিরি-এ ক্লাব ল্যাজিওকে ১ লাখ ৫০ হাজার ইউরো জরিমানা করা হয়েছে। একইসাথে ক্লাবের সভাপতি ক্লডিও লোটিটোকে সাত মাসের জন্য নিষিদ্ধ করা হয়েছে।

ইতালিয়ান ফুটবল ফেডারেশন তদন্ত করে জানিয়েছে ক্লাবের পক্ষ থেকে কোভিড-১৯ আক্রান্তের বিষয়টি স্থানীয় স্বাস্থ্য অধিদপ্তরকে অবহিত করা হয়নি। একইসাথে করোনভাইরাস পরীক্ষায় তিনজন খেলোয়াড় পজিটিভ আসার পরও ক্লাবের অনুশীলনে যোগ দিয়েছেন বলে অভিযোগ প্রমানিত হয়েছে। এমনকি দুজন উপস্বর্গহীন পজিটিভ খেলোয়াড়কে তারা মাঠে নামিয়েছিল যাদের অবশ্যই আইসোলশেন থাকা বাধ্যতামূলক ছিল।

এই অভিযোগে ক্লাবের দুজন চিকিৎসককে এক বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে।

ল্যাজিও অবশ্য জানিয়েছে এই শাস্তির বিরুদ্ধে তারা আপীল করবে।

গত বছর নভেম্বরে ল্যাজিওর বিরুদ্ধে কোভিড-১৯ প্রোটোলকল ভঙ্গের অভিযোগ উঠেছিল। তখন স্থানীয় স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে ক্লাবের অনুশীলন মাঠ পরিদর্শন করে সোয়াব টেস্টের জন্য পরীক্ষাগারে পাঠিয়েছিল। ফেব্রুয়ারিতে ইতালিয়ান ফেডারেশন তাদের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দেয় এবং বিষয়টি ন্যাশনাল ফেডারেল কোর্টে পাঠিয়ে দেয়। শুক্রবার এই কোর্টই অভিযোগের সত্যতা যাচাই করে ক্লাবটিকে শাস্তি প্রদান করে।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি