ঢাকা, বৃহস্পতিবার   ০১ জানুয়ারি ২০২৬

করোনার টিকা নিলেন কোহলি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৪৯, ১১ মে ২০২১

Ekushey Television Ltd.

করোনার টিকা নিয়েছেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি।

ইংল্যান্ডে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে যাবার আগে ভারতীয় ক্রিকেটারদের টিকা দেওয়ার ব্যবস্থা করেছে দেশটির ক্রিকেট বোর্ড, বিসিসিআই। তাই কোচ রবি শাস্ত্রী ও ব্যাটসম্যান আজিঙ্কা রাহানের পর সোমবার টিকা নিলেন কোহলি।

টিকা নেয়ার ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রাম স্টোরিতে দিয়েছেন কোহলি।

স্টোরি দিয়ে সেই ছবির ক্যাপশনও দিয়েছেন কোহলি। মানুষকে দ্রুত টিকা দেয়ার আবেদন জানান টিম ইন্ডিয়ার অধিনায়ক।

স্টোরিতে তিনি লেখেন, ‘যত দ্রুত সম্ভব টিকা নিয়ে নিন। নিরাপদে থাকুন।’
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি