ঢাকা, সোমবার   ২৮ এপ্রিল ২০২৫

এগিয়ে আনা হয়েছে বাংলাদেশ-জিম্বাবুয়ে টি-২০ সিরিজের সুচি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৫০, ২০ জুলাই ২০২১

Ekushey Television Ltd.

দুই বোর্ডের সম্মতিতে বাংলাদেশ-জিম্বাবুয়ের মধ্যকার তিন ম্যাচের টি-২০ সিরিজের সুচি এগিয়ে আনা হয়েছে।

নতুন সুচি অনুযায়ী তিন ম্যাচের সিরিজটি এখন হারারে স্পোর্টস ক্লাব মাঠে অনুষ্ঠিত হবে যথাক্রমে ২২, ২৩ ও ২৫ জুলাই। পুর্ব ঘোষিত সুচি অনযায়ী সিরিজটি ২৩, ২৫ ও ২৭ জুলাই অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

সবগুলো ম্যাচই বাংলাদেশ সময় ৪টা ৩০ মিনিটে শুরু হবে। পুর্বে ঘোষিত সুচি অনুযায়ী ম্যাচগুলো সন্ধ্যা সাড়ে ছয়টায় শুরু হওয়ার কথা ছিল। সম্প্রচার কোম্পানীর অসুবিধার করণেই দুই দেশের ক্রিকেট বোর্ড সুচিতে পরিবর্তন আনতে সম্মত হয়েছে।

এসি


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি