ঢাকা, শনিবার   ২৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

শাহজাদ ঝড়ে ঢাকার শুভ সূচনা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:০২, ২১ জানুয়ারি ২০২২ | আপডেট: ২০:৩৪, ২১ জানুয়ারি ২০২২

Ekushey Television Ltd.

নানা জল্পনা-কল্পনার পর অবশেষে শুরু হয়ে গেল বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসর। দ্বিতীয় ম্যাচে টস জিতে মিনিস্টার ঢাকাকে ব্যাটিংয়ে পাঠিয়েছে খুলনা টাইগার্স। হাইভোল্টেজ এ ম্যাচে ব্যাট করতে নেমে মোহাম্মদ শাহজাদের ব্যাটিং ঝড়ে শুভ সূচনাই করেছে মাহমুদুল্লাহ-তামিমের দল।

শুক্রবার শুরু হওয়া উদ্বোধনী দিনের দ্বিতীয় ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন খুলনা টাইগার্সের অধিনায়ক মুশফিকুর রহিম। তবে তামিম ইকবালকে সঙ্গী করে মোহাম্মদ শাহজাদের ব্যাটিং ঝড়ে ৭ ওভারে ৬০ রান তুলে শুভ সূচনাই করেছে মাহমুদউল্লাহ রিয়াদের নেতৃত্বাধীন ঢাকা।

এবারের আসরে ঢাকা ও খুলনা দুই দলেরই এটি প্রথম ম্যাচ। মিনিস্টার গ্রুপের মালিকানাধীন মিনিস্টার ঢাকা প্রথমবারের মত বিপিএলে অংশ নিচ্ছে এবারই। খুলনা টাইগার্সের অবশ্য খেলার অভিজ্ঞতা আছে। মুশফিকুর রহিমের নেতৃত্বে গত আসরে দলটি রানার-আপ হয়েছিল। এবারও দলটিকে নেতৃত্ব দিচ্ছেন মুশফিক।

এদিকে, ঢাকা তাদের উদ্বোধনী ম্যাচে পাচ্ছে না তারকা পেসার মাশরাফি বিন মুর্তজাকে। আর দলটির একাদশে জায়গা পাওয়া তিন বিদেশি হলেন- আফগানিস্তানের মোহাম্মদ শেহজাদ, শ্রীলঙ্কার ইসুরু উদানা ও ওয়েস্ট ইন্ডিজের আন্দ্রে রাসেল।

এছাড়া খুলনা টাইগার্সে বিদেশি কোটায় খেলবেন ওয়েস্ট ইন্ডিজের আন্দ্রে ফ্লেচার, শ্রীলঙ্কার থিসারা পেরেরা ও আফগানিস্তানের নাভিন উল হক।

মিনিস্টার ঢাকা একাদশ
মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), তামিম ইকবাল, নাঈম শেখ, জহুরুল ইসলাম অমি, শুভাগত হোম চৌধুরী, আরাফাত সানি, রুবেল হোসাইন, এবাদত হোসাইন চৌধুরী, মোহাম্মদ শেহজাদ, ইসুরু উদানা ও আন্দ্রে রাসেল।

খুলনা টাইগার্স একাদশ
মুশফিকুর রহিম (অধিনায়ক), আন্দ্রে ফ্লেচার, তানজিদ হাসান তামিম, রনি তালুকদার, ইয়াসির আলী চৌধুরী, থিসারা পেরেরা, শেখ মাহেদী হাসান, ফরহাদ রেজা, সোহরাওয়ার্দী শুভ, নাভিন উল হক ও কামরুল ইসলাম রাব্বি।

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি