ঢাকা, শনিবার   ২৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

আজ শ্রীলঙ্কার বিরুদ্ধে মাঠে নামছে বাংলাদেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০০:০১, ১০ মার্চ ২০১৮

Ekushey Television Ltd.

নিদাহাস ট্রফির ত্রিদেশীয় টি-২০ সিরিজে শ্রীলঙ্কার বিরুদ্ধে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ মাঠে নামছে বাংলাদেশ। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার মধ্যকার খেলাটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়।

এর আগে বৃহস্পতিবার ভারতের বিপক্ষে টস হেরে প্রথমে ব্যাট করতে নামে টাইগাররা।  ব্যাটিংয়ে ব্যর্থতায় ১৩৯ রানেই থেমে যায় টাইগারদের ইনিংস। এরপর ভ্যাট হাতে ৮ বল হাতে রেখেই জয় পায় ভারত।

শ্রীলঙ্কার বিরুদ্ধে আত্মবিশ্বাসী মাহমুদুল্লাহ জানান, ‘আমরা শুধু একটি মাত্র জয়ের অপেক্ষায় আছি। একটি জয় পেলেই অন্য এক বাংলাদেশকে দেখা যাবে।

এর আগে কলম্বোর এই প্রেমাদাসা স্টেডিয়ামে গত এপ্রিলে দুই ম্যাচ সিরিজের শেষ ম্যাচে শ্রীলংকাকে হারিয়েছিলো বাংলাদেশ। ঐ স্মৃতি থেকে উজ্জীবিত হয়ে আজ মাঠে নামছে টাইগাররা।

বাংলাদেশ দল : মাহমুদুল্লাহ রিয়াদ (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, তাসকিন আহমেদ, লিটন কুমার দাস, আবু হায়হার রনি, আবু জায়েদ রাহী, আরিফুল হক, মেহেদী হাসান মিরাজ, নুরুল হাসান সোহান ও নাজমুল ইসলাম অপু।

শ্রীলংকা দল : দিনেশ চান্ডিমাল (অধিনায়ক), উপুল থারাঙ্গা, দানুশকা গুনাথিলাকা, কুসল মেন্ডিজ, দাসুন শানাকা, কুসল পেরেরা, থিসারা পেরেরা, জীবন মেন্ডিজ, সুরাঙ্গা লাকমাল, ইসুরু উদানা, আকিলা ধনঞ্জয়া, আমিলা আপনসো, নুয়ান প্রদীপ, দুশমন্ত চামিরা ও ধনঞ্জয়া ডি সিলভা।

এমএইচ/টিকে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি