ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪

টাইগারদের জন্য কোটি টাকা পুরস্কার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৫২, ১৭ মার্চ ২০১৮

শ্রীলঙ্কার বিরুদ্ধে অসাধারণ জয়ে ইতোমধ্যে নিদাহাস ট্রফির ফাইনার নিশ্চিত করেছে টাইগাররা। তাদের এমন জয়ে খুশি হয়ে এক কোটি টাকা পুরস্কার ঘোষণা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ শনিবার বোর্ডের পক্ষ থেকে এই ঘোষণা দেওয়া হয়।

বিসিবির পক্ষ থেকে জানানো হয় ভারতকে হারিয়ে শিরোপা জিততে পারলে পুরস্কারের টাকার অংকটা আরও বাড়বে।

ম্যাচের শেষ ওভারে নো বলকে কেন্দ্র করে দুই দলের মধ্যে হালকা ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। একপর্যায়ে বাইরে থেকে প্রতিবাদ করে ওঠেন সাকিব আল হাসান। মাহমুদউল্লাহ রিয়াদ এবং রুবেল হোসেনকে মাঠ ছেড়ে বেরিয়ে আসতে বলেন। ওই অবস্থায় মাহমুদউল্লাহ রিয়াদরা মাঠ ছেড়ে উঠে এলে ওয়াকওভার পেয়ে যেতো শ্রীলঙ্কা। সে ক্ষেত্রে বিদায় নিতো বাংলাদেশ।

তবে শেষ মুহূর্তে এমন আবেগি সিদ্ধান্ত থেকে টিমকে বিরত রাখেন ম্যানেজার খালেদ মাহমুদ সুজন। রিয়াদদের তিনি মাঠ থেকে উঠে আসতে দিলেন না। যদিও মাঠের মধ্যেই আম্পায়ার এবং শ্রীলঙ্কান ক্রিকেটারদের সঙ্গে তর্ক বেধে যায় মাহমুদউল্লাহ রিয়াদের। শেষ পর্যন্ত তিন বলে ১২ রান নিয়ে রিয়াদ যখন বাংলাদেশকে জয় উপহার দিলেন, তখন উল্লাসে ফেটে পড়ে গোটা দেশ।


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি