ঢাকা, শনিবার   ২৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

২০১৯ বিশ্বকাপে ভারত-পাক যুদ্ধ ১৬ জুন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:০৫, ২৭ এপ্রিল ২০১৮

Ekushey Television Ltd.

দু’দেশের ক্রিকেট সম্পর্ক যে পথেই এগিয়ে চলুক না কেন ২০১৯ বিশ্বকাপে ভারত-পাকিস্তানের বহুচর্চিত ম্যাচের দিন ঠিক হয়ে গেল কলকাতায় আইসিসি-বোর্ড মিটিংয়ে। ২০১৯ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে জুন বিশ্বকাপ অভিযান শুরু করবে বিরাটের ভারত।

আগামী বছর ইংল্যান্ডে ৩০ মে শুরু হবে বিশ্বকাপ। উদ্বোধনী ম্যাচে আয়োজক ইংল্যান্ডের মুখোমুখি দক্ষিণ আফ্রিকা। এবার ১০ দলের বিশ্বকাপ। ১৯৯২ সালের পর এবারই বিশ্বকাপে দশটি দল নিজেদের মধ্যে লিগ পদ্ধতিতে খেলবে। প্রোটিয়াদের বিরুদ্ধে ২০১৯ সালে বিশ্বকাপ অভিযান শুরু করবে টিম ইন্ডিয়া। ১৬ জুন ওল্ড ট্র্যাফোর্ডে ইন্দো-পাক মহারণ।

দশ দেশ লিগ পদ্ধতিতে একে অপরের বিরুদ্ধে খেলার পর হবে দুটি সেমিফাইনাল। ৯ জুলাই ওল্ড ট্র্যাফোর্ডে এবং ১১ জুলাই এজবাস্টনে হবে দু`টি সেমিফাইনাল। ১৪ জুলাই লর্ডসে হবে বিশ্বকাপ ফাইনাল।

সূত্র : জি নিউজ

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি