ঢাকা, রবিবার   ০৬ জুলাই ২০২৫

ইংল্যান্ডে সিরিজ হার নিয়ে তোপের মুখে রবি শাস্ত্রী!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৫০, ৫ সেপ্টেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

রবি শাস্ত্রীকে তোপের মুখে ফেলেছেন সৌরভ গাঙ্গুলি। সৌরভের মতে, ইংল্যান্ডের মাটিতে টিম ইন্ডিয়ার সিরিজ হারের জন্য কোচ রবি শাস্ত্রী এবং ব্যাটিং কোচ সঞ্জয় বাঙ্গার নিজেদের দায় এড়াতে পারেন না।  

ইন্ডিয়া টিভিকে দেওয়া একটি সাক্ষাৎকারে সৌরভ বলেন, ‘কেন একজন ব্যাটসম্যান রান করে যাচ্ছে আর বাকিরা কিছু পারছে না? এই ব্যাপারে রবি শাস্ত্রী এবং সঞ্জয় বাঙ্গার নিজেদের দায় এড়াতে পারেন না। তাঁরা যদি এই প্রশ্নের উত্তর না খুঁজে পান তাহলে ইংল্যান্ড,অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকায় ভারতের সিরিজ জয় একেবারে অসম্ভব।

তিনি আরও বলেন,‘রাহুল ব্যাটিং পরামর্শদাতা হিসেবে কাজ করতে রাজি হয়েছিল। তারপর রবির সঙ্গে কথাও হয় রাহুলের। কিন্তু তারপর কী হয়েছিল, সেটা আমি আর জানি না।’ সবমিলিয়ে সৌরভ-শাস্ত্রী বিরোধিতা আরও একবার প্রকাশ্যে চলে এল।  

কোচ হয়ে সেসব কিছুই মানেননি শাস্ত্রী। সেই প্রসঙ্গ টেনে এনে সৌরভ বলেন, ‘আমরা জানি না, এটা কেন হয়নি। কারণ এটা দেখা আমাদের দায়িত্ব ছিল না।’

ঘুরিয়ে সৌরভ আরও বলেন,‘রাহুল ব্যাটিং পরামর্শদাতা হিসেবে কাজ করতে রাজি হয়েছিল। তারপর রবির সঙ্গে কথাও হয় রাহুলের। কিন্তু তারপর কী হয়েছিল, সেটা আমি আর জানি না।’ সব মিলিয়ে সৌরভ-শাস্ত্রী বিরোধিতা আরও একবার প্রকাশ্যে চলে এল।  

সাউদাম্পটনে মাত্র ২৪৫ রানের টার্গেট তাড়া করতে পারেনি ভারত। সৌরভের মতে, এর ফলে ভারতীয় ক্রিকেট বেশ কিছুটা পিছিয়ে গেল। ভারতীয় ব্যাটসম্যানদের দক্ষতা এখন আগের থেকে অনেক কমে গিয়েছে বলেও মনে করেন সৌরভ।

তিনি বলেন,‘অনেক বছর ধরেই, ভারতের ব্যাটিং লাইনআপ রান পাচ্ছে না। সব গুরুত্বপূর্ণ সিরিজই ভারত হেরেছে। বিরাট যখন ক্রিজে থাকে তখন প্রতিপক্ষ বোলারদের দুর্বল মনে হয়, কিন্তু বিরাট আউট হয়ে গেলেই ভারতীয় ব্যাটিং-এর ছবিটা পুরোপুরি পালটে যায়।’ (সূত্র: জি২৪)    

কেআই/এসি  

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি