ঢাকা, শনিবার   ০৫ জুলাই ২০২৫

দেশে ফিরলেন তামিম-সৌম্যরা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:১৭, ১ আগস্ট ২০১৯ | আপডেট: ১৭:৩৫, ১ আগস্ট ২০১৯

Ekushey Television Ltd.

শ্রীলঙ্কায় তিন ম্যাচের ওয়ানডে সিরিজের কাছে আরও একবার ধবলধোলাই হয়ে দেশে ফিরেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। বৃহস্পতিবার দুপুর পৌনে ২টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় তামিম-সৌম্যদের বহনকারী বিমান।

অবশ্য দুপুর ১২টার মধ্যেই দেশে ফেরার কথা ছিল তামিমদের। কিন্তু তাদের বহনকারী শ্রীলঙ্কা এয়ারলাইন্সের ফ্লাইট ইউএল-১৮৯-এ যান্ত্রিক গোলযোগ দেখা দিলে ফ্লাইট ছাড়তে প্রায় দুই ঘণ্টা দেরি হয়। পরে ওপর একটি ফ্লাইটে করে দেশের ফেরেন টাইগাররা।

এ প্রসঙ্গে পাইলট জানান, বিমানের বাঁমদিকের উইংয়ে সমস্যা দেখা দেয়। যে কারণে নির্ধারিত সময়ে উড়াল দেয়া সম্ভব হয়নি। 

তবে এতে আতঙ্কিত না হলেও নির্ধারিত সময়ে বিমান না ছাড়ায় বেশ উদ্বিগ্ন হয়ে পড়েন ক্রিকেটাররা। পরে টাইগারদের নিয়ে ঢাকার উদ্দেশে রওনা হয় ওপর একটি ফ্লাইট। 

এনএস/আরকে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি