ঢাকা, শনিবার   ২৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

আজই অবসরে যাচ্ছেন ধোনি!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৩৪, ১২ সেপ্টেম্বর ২০১৯ | আপডেট: ১৭:৪৭, ১২ সেপ্টেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

বিশ্বকাপের পর শোনা যাচ্ছিল ধোনির অবসরের কথা। সেই কথাই আবার নতুন করে সামনে এলো। কেননা আজ সন্ধ্যায় সংবাদ সম্মেলন ডেকেছেন মহেন্দ্র সিং ধোনি। আর ধোনির প্রশংসা করে টুইটও করেছেন বিরাট কোহলি। 

বিশ্বকাপের পর বোর্ডের থেকে দু'মাসের ছুটি নিয়ে সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি। তখন এই জল্পনা থেমে গিয়েছিল। কিন্তু সীমান্তে দায়িত্ব সামলানোর পর সম্প্রতি বাড়ি ফিরে আসেন তিনি। 

ওয়েস্ট ইন্ডিজ সফরের পর ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ধোনি দলে থাকবেন কিনা, তা নিয়ে দেশটিতে জল্পনার শেষ নেই। প্রসঙ্গত,বিশ্বকাপের পরই প্রাক্তন ভারত অধিনায়কের সঙ্গে সাক্ষাৎও করেছিলেন নির্বাচক প্রধান প্রসাদ। তারপর থেকেই ধোনির অবসর নিয়ে জল্পনা চলছেই।

এর মধ্যেই অবসরের জল্পনা বাড়িয়ে দিয়েছে ধোনির ডাকা সংবাদ সম্মেলনের খবর। এছাড়া ভারত ক্রিকেট অধিনায়ক বিরাট কোহলির একটি টুইটও জল্পনার আগুনে ঘি ঢেলেছে। ২০১৬ সালের টি-২০ বিশ্বকাপের সুপার-১০ পর্বে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচের একটি ছবি পোস্ট করেছেন বিরাট কোহলি লিখেছেন- 'এই ম্যাচ কখনই ভুলতে পারব না। বিশেষ রাত ছিল সেটি। ফিটনেস টেস্টের মতোই দৌড় দিয়েছিলেন উনি (ধোনি)।'

এএইচ/টিআর
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি