ঢাকা, শনিবার   ২৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

আজ ট্রফির লড়াইয়ে বাংলাদেশ-আফগানিস্তান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:০২, ২৪ সেপ্টেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

ত্রিদেশীয় সিরিজ শেষ হচ্ছে আজ মঙ্গলবার। কাঙ্ক্ষিত শিরোপার জন্য সন্ধ্যা সাড়ে ৬টায় মিরপুরের শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে স্বাগতিক বাংলাদেশ মুখোমুখি হবে আফগানিস্তানের।

ট্রফি জয়ের আশা করছে যে দু’দলই। টাইগার শিবিরে অস্বস্তির মেঘ সরে গেছে অনেকটাই। প্রায় অপরাজেয় হয়ে ওঠা আফগানদের হারানো গেছে আগের ম্যাচে। তাই আত্মবিশ্বাস নিয়েই ফাইনালের লড়াইয়ে নামবে সাকিব আল হাসানের দল।

এদিকে, ক্রিকেটের এই সংস্করণে ও এই কন্ডিশনে আফগানদের কোনও দুর্বলতা আপাত দৃষ্টিতে নেই। টানা ১২ টি-টোয়েন্টি জয়ের বিশ্বরেকর্ড গড়ার পর একটু ছন্দপতন হয়েছে চট্টগ্রামের দুই হারে। যদিও আফগান অধিনায়ক সেটিকে খুব বড় করে দেখছেন না। মৌলিক দিকগুলো ঠিক করতে পারলে নিজেদেরই জয় দেখছেন রশিদ খান।

অন্যদিকে, আজ ফাইনালের রোমাঞ্চে অবশ্য জল ঢেলে দিতে পারে বৃষ্টি। কারণ আবহাওয়ার পূর্বাভাসে বৃষ্টির শঙ্কা আছে দিনজুড়ে। তাই শেষ পর্যন্ত খেলা না হলে যৌথভাবে বিজয়ী হবে দুই দল, নেই কোনও রিজার্ভ ডে।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি