ঢাকা, শনিবার   ২৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মেয়েদের মতো আজ ছেলেরাও জিততে চায় সোনা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৩৬, ৯ ডিসেম্বর ২০১৯ | আপডেট: ১১:০৫, ৯ ডিসেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

সাউথ এশিয়ান গেমস (এসএ গেমস) ক্রিকেটে স্বর্ণ জয়ের লক্ষে শ্রীলঙ্কার বিপক্ষে ফাইনাল ম্যাচে আজ সোমবার মাঠে নামছে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর সোয়া ১টায়।

লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচে সুবিধা করতে পারেনি বাংলাদেশের যুবারা। ফাইনালের আগের ম্যাচে, লংকানদের বিপক্ষে ৯ উইকেটে হেরেছে সৌম্য-আফিফরা।

তবে টানা তিন ম্যাচ জিতে আগেই ফাইনাল নিশ্চিত করা বাংলাদেশ স্বর্ণ জিতেই জবাব দিতে চায়। আর হারলে রৌপ্য নিয়েই সন্তুষ্ট থাকতে হবে নাজমুল হোসেন শান্ত’র দলকে।

এসএ গেমসে মেয়েদের ক্রিকেট এবারই প্রথম অন্তর্ভুক্ত করা হয়। আর প্রথমবারেই বাজিমাত করেছে বাংলাদেশ। রোববার চরম উত্তেজনাপূর্ণ নাটকীয় ম্যাচে শ্রীলঙ্কাকে ২ রানে হারিয়ে সোনা জিতেছে সালমা খাতুনের নেতৃত্বাধীন দল। এবার ছেলেরাও স্বর্ণ পদক জয়ের লড়াইয়ে মাঠে নামবে।

এদিকে, অঘোষিত ফাইনালের ধারাবাহিকতায় মূল ফাইনালটাও জিততে চায় শ্রীলঙ্কা।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি