ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪

কুমিল্লাকে ১৮০ রানের টার্গেট দিয়েছে খুলনা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৪১, ৮ জানুয়ারি ২০২০

টসে হেরে ব্যাট করতে নেমে খুলনাকে দারুণ শুরু এনে দেন নাজমুল হাসান শান্ত ও মেহেদী হাসান মিরাজ। ৯.১ ওভারে ৭১ রানের জুটি গড়েন দু’জন। শান্তকে (২৯ বলে ৩৮) ফিরিয়ে জুটি ভাঙেন সৌম্য সরকার। আরেক ওপেনার মেহেদী মিরাজকে (৩৯ বলে ৩৯) ফেরান ডেভিড ওয়াইস। তিনে নেমে রাইলি রুশো ব্যাট হাতে ঝড় তোলেন। সে ঝড় থামাতে ব্যর্থ কুমিল্লার বোলাররা। ফলে রাইলি রুশোর ঝোড়ো ব্যাটিংয়ে নির্ধারিত ২০ ওভারে ২ উইকেট হারিয়ে ১৭৯ রান করেছে খুলনা। রাইলি রুশো ৭১ রানে অপরাজিত থাকেন।

দক্ষিণ আফ্রিকান ডানহাতি ব্যাটসম্যান ৪ ছক্কা ও ৬ বাউন্ডারিতে ৩৬ বলে ৭১ রানে অপরাজিত থাকেন। অধিনায়ক মুশফিকুর রহিম অপরাজিত ২৪ রানের ইনিংস খেলেন ১৭ বল মোকাবেলায়। কুমিল্লার হয়ে সৌম্য সরকার ও ডেভিড ওয়াইস ১টি করে উইকেট শিকার করেন।

৯ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে খুলনা টাইগার্স আছে পয়েন্ট তালিকার চারে। এক ম্যাচ বেশি খেলে সমান ১০ পয়েন্ট নিয়ে পাঁচে কুমিল্লা।

কুমিল্লা ওয়ারিয়র্স একাদশ :
সৌম্য সরকার, স্টিয়ান ভ্যান জিল, ডেভিড মালান (অধিনায়ক), ইয়াসির আলি, সাব্বির রহমান, ডেভিড ওয়াইস, মাহিদুল ইসলাম অঙ্কন, সানজামুল ইসলাম, আবু হায়দার রানি, মুজিব উর রহমান, আল আমিন হোসেন।

খুলনা টাইগার্স একাদশ :
মেহেদী হাসান মিরাজ, নাজমুল ইসলাম শান্ত, শামসুর রহমান, রাইলি রুশো, মুশফিকুর রহিম (অধিনায়ক), রবি ফ্রাইলিঙ্ক, নাজিবুল্লাহ জাদরান, শফিউল ইসলাম, মোহাম্মদ আমির, শহিদুল ইসলাম ও অ্যালিস আল ইসলাম।


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি