ঢাকা, সোমবার   ০৫ জানুয়ারি ২০২৬

৪২ লাখ টাকায় বিক্রি হলো মাশরাফির ব্রেসলেট

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:২২, ১৮ মে ২০২০

Ekushey Television Ltd.

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি মোর্ত্তজার ১৬ বছরের সঙ্গী তার প্রিয় ব্রেসলেটটি নিলামের জন্য সর্বনিম্ন মূল্য রাখা হয় পাঁচ লাখ টাকা। গতকাল রোববার বিকেল থেকে শুরু হওয়া নিলামের মধ্যে প্রচুর বিডার দাম হাঁকিয়েছে সেটির জন্য। শেষ পর্যন্ত বাংলাদেশ লেইজিং অ্যান্ড ফিনেন্স কোম্পানিস অ্যাসোসিয়েশন নামে একটি প্রতিষ্ঠান ব্রেসলেটটি কিনে নিয়েছে ৪২ লাখ টাকায়!

অকশন ফর অ্যাকশন ফেসবুক লাইভে এসে বিষয়টি নিশ্চিত করে। 

তারা বলে, আমাদের প্রচুর বিডার এসেছে, সন্ধ্যার পর থেকে লাফিয়ে লাফিয়ে দাম বেড়েছে। শেষ পর্যন্ত ৪২ লাখ টাকা হাঁকানো এই কোম্পানিটি জয়ী হয়।’

গত শনিবার বিকেলে থেকে শুরু হয় এই নিলাম। এরপর ফেসবুক লাইভে এসে নাম ঘোষণা করে আয়োজক সংস্থা অকশন ফর অ্যাকশন।

উল্লেখ্য, ক্রিকেটারদের মধ্যে প্রথম সাকিব আল হাসান তার ঐতিহাসিক ব্যাট নিলামে বিক্রি করে করোনা ভাইরাসে বিপর্যস্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন। এরপর থেকে একের পর এক ক্রিকেটার তাদের ঐতিহাসিক স্মারকগুলো নিলামে তুলছেন অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য। এ তালিকা থেকে বাদ যাননি সাবেক অধিনায়ক মাশরাফি মোর্ত্তজাও।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি