ঢাকা, বৃহস্পতিবার   ১৭ জুলাই ২০২৫

‘অথবা ডট কম`-এ রিচম্যান, ইনফিনিটি ও লুবনানের পণ্য

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৩৭, ৮ জানুয়ারি ২০১৯

Ekushey Television Ltd.

অনলাইনে কেনাকাটার সাইট ‘অথবা ডট কম’ থেকে লাইফস্ট্যাইল পণ্যের জনপ্রিয় তিন ব্র্যান্ড ইনফিনিটি, লুবনান ও রিচম্যানের পণ্য কিনতে পারবেন ক্রেতারা। এ লক্ষে ইনফিনিটি, লুবনান ও রিচম্যানের সঙ্গে ‘অথবা ডট কম’ এর একটি চুক্তি স্বাক্ষর হয়েছে। 

সোমবার রাজধানীর বাড্ডায় ‘অথবা ডট কম’ এর প্রধান কার্যালয়ে চুক্তি স্বাক্ষর হয়। এতে ইনফিনিটি, লুবনান ও রিচম্যানের পক্ষে লুবনান ট্রেড কনসোর্টিয়াম লিমিটেডের চীফ কোঅর্ডিনেশন অফিসার জি এম রাশেদুল হক এবং ‘অথবা ডট কম’ এর হেড অব বিজনেস আজিম হোসেন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ‘অথবা ডট কম’ এর বিজনেস ডেভোলপমেন্ট ম্যানেজার নূর মোহাম্মদ রাসেল, ডেপুটি ব্র্যান্ড ম্যানেজার নির্ঝর কুমার কুন্ডু, সিনিয়র এক্সিকিউটিভ জহিরুল ইসলাম এবং লুবনান ট্রেড কনসোর্টিয়ামের সিনিয়র এক্সিকিউটিভ (ই-কমার্স) নাফিজ ইব্রাহীম এসময় উপস্থিত ছিলেন।

এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি