ঢাকা, শনিবার   ০৫ জুলাই ২০২৫

অধ্যক্ষকে পুকুরে নিক্ষেপ: আরও ৩ ছাত্র গ্রেফতার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:১১, ৪ নভেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ ফরিদ উদ্দিন আহমেদকে টেনে-হিঁচড়ে পুকুরে ফেলে দেয়ার ঘটনায় আরও তিন ছাত্রকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন- মেহেদী হাসান আশিক (২২), মেহেদী হাসান হিরা (২৩) এবং নবীউল উৎস (২০)।

রোববার রাতে তাদের গ্রেফতার করা হয়। চন্দ্রিমা থানার ওসি শেখ গোলাম মোস্তফা বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে আটক ২৫ জনের মধ্যে পাঁচজনকে গ্রেফতার দেখানো হয়। সিসিটিভির ভিডিও ফুটেজ ও অধ্যক্ষের দেয়া তথ্যের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- শাফি শাহরিয়ার (২৩), সোহেল রানা (২২), বাঁধন রায় (২০), আরিফুল ইসলাম (২৩) ও মেহদী হাসান রাব্বি (২১)।

প্রসঙ্গত, গত শনিবার দুপুর দেড়টার দিকে নামাজ পড়ে অফিসে ফেরার সময় ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী অধ্যক্ষ ফরিদ উদ্দীন আহম্মেদকে ধরে তুলে নিয়ে গিয়ে পুকুরে ফেলে দেয়। এর আগে সকালে তারা অধ্যক্ষের কাছে অনৈতিক দাবি না মানায় তারা অধ্যক্ষের উপর ক্ষুদ্ধ হয়েছিলেন বলে তিনি জানিয়েছেন।

এ ঘটনার পর শনিবার রাত ৯টার দিকে অধ্যক্ষ ফরিদ উদ্দীন আহম্মেদ নিজে বাদি হয়ে চন্দ্রিমা থানায় দায়ের করা মামলায় ৭ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাত আসামি করা হয় আরও ৫০ জনকে।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি