ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

অনুসন্ধান কমিটির প্রস্তাবিত নাম প্রকাশে দাবি জানিয়েছে বিএনপি

প্রকাশিত : ১৮:২৮, ৬ ফেব্রুয়ারি ২০১৭ | আপডেট: ১৯:১২, ৬ ফেব্রুয়ারি ২০১৭

Ekushey Television Ltd.

নতুন নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটির প্রস্তাবিত নাম প্রকাশের দাবি জানিয়েছে বিএনপি। একইসঙ্গে সৎ, যোগ্য ও নিরপেক্ষ ব্যক্তিদের দিয়ে কমিশন না হলে, সংকটের সমাধান হবে না বলেও মনে করে দলটি। সংবাদ সম্মেলনে বিএনপির পক্ষ থেকে এ’সব জানানো হয়। অন্য কর্মসূচিতে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সরকারই জঙ্গিদের লালন করছে। সোমবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। কথা বলেন, নতুন নির্বাচন কমিশন গঠন প্রসঙ্গে। জাতীয় স্বার্থে সংকীর্ণতার উর্ধ্বে উঠে কাজ করতে সার্চ কমিটির প্রতি আহ্বান জানান রিজভী। এদিকে, ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ফাইটিং মিলিট্যান্সি ইন কোয়েস্ট অব পিস বইয়ের মোড়ক উন্মোচন করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ’সময় তিনি বলেন, জঙ্গি ও সন্ত্রাসবাদ এখন জাতীয় সংকটে পরিণত হয়েছে। আর এর দায় সরকারের। সরকার দেশবাসীকে বাকরুদ্ধ করে রেখেছে বলেও অভিযোগ করেন বিএপির মহাসচিব।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি