ঢাকা, বৃহস্পতিবার   ০৭ আগস্ট ২০২৫

অনেকটাই ফাঁকা রাজধানী ঢাকা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৩৭, ২৫ জুন ২০১৭ | আপডেট: ১৬:০৮, ২৫ জুন ২০১৭

Ekushey Television Ltd.

ঈদে বাড়ি ফেরায়, অনেকটাই ফাঁকা হয়ে গেছে, রাজধানী ঢাকা। নগরীর সড়কগুলোতে, নেই কোন যানজট। নিত্যদিনের কোলাহলও দেখাযায়নি শহরজুড়ে। এতে, স্বস্তিতে ঢাকায় থেকে যাওয়া বাদবাকী শহরবাসী। 

এমন চিত্র, বছরে দুই বার এবং দুই ঈদেই দেখা যায়। রাস্তাগুলো ফাঁকা দশা দেখে ঠাহর করা যায়, কাল ঈদ। নেই, যানজট ও কর্মজীবি মানুষের উৎকন্ঠা। তবে, শেষ মুহূর্তে যারা বাড়ি ফিরছেন, তাদের ছিল খানিকটা দৌড়াদৌড়ি।

প্রধান সড়কগুলোতেই, রিকসা, অটোরিক্সা এবং হালকা যান বাহনে টুকটাক কাজ সেরে নিতে বেড়িয়েছেন, অনেকেই। সবারই, ফুফুরে ঈদের মেজাজ।
অনেকেই, পড়তে হয়েছে, গণপরিবহন সংকটে। কারণ, শহরতলীর বাসগুলো এরিমধ্যে ছুটেছে, দূরপাল্লায় ঘরমুখো যাত্রীদের নিয়ে।

ফাঁকা রাস্তায়, হালকা যানবাহন চালিয়ে, শহরের স্বাচ্ছন্দে আয় উপাজন করতে পেড়ে খুব খুশি নি¤œ আয়ের মানুষ।
সব কিছুতে, স্বস্থি ভাব দেখাগেল ট্রাফিক পুলিশের। আর, প্রধান প্রধান সড়ক দ্বিপগুলোকে সুসজ্জিত করা হয়েছে, বিভিন্ন রংঙের পতাকায়।

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি