ঢাকা, বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪

অপারেশন টেবিলেই মারা গেল শিশু ইসমাইল

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১৬:৩৮, ৪ অক্টোবর ২০২০

নিহত শিশু ইসমাইল

নিহত শিশু ইসমাইল

অপারেশন টেবিলেই মারা গেল শিশু ইসমাইল হোসেন (১০)। এ ঘটনায় ভুল চিকিৎসাকেই দায়ী করেছেন শিশুর স্বজনরা। শনিবার (৩ অক্টোবর) রাতে সিরাজগঞ্জের আল-হেরা জেনারেল হাসপাতালে ঘটে এই ঘটনা।

শিশু ইসমাইল এনায়েতপুর থানার সোনাতলা গ্রামের বাবু সরকারের ছেলে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে শিশুর মরদেহ উদ্ধার করেছে।

শিশুটির বাবা বাবু সরকার অভিযোগ করে বলেন, ‘আমাদের ছেলের টনসিল সমস্যা ছিল দীর্ঘদিন ধরে। শনিবার সকালে আমরা আল-হেরা জেনারেল হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক ডা. ডি এম আকরাম হোসেন অপারেশন করার কথা বলেন। রাতে টনসিল অপারেশন করা হয়। কিন্তু অপারেশন শেষ হওয়ার নির্দিষ্ট সময় পার হলেও তার জ্ঞান ফেরে না। পরে হাসপাতালের লোকজন এনায়েতপুর খাজা ইউনুস আলী হাসপাতালে নেয়ার জন্য বলে। আমরা অ্যাম্বুলেন্সে তোলার পর পরই ছেলে মারা যায়।’

কান্নাজড়িত কণ্ঠে মা সিমলা খাতুন বলেন, ‘আমার একমাত্র ছেলে। সুস্থ অবস্থায় অপারেশন করা হলো। লাশ হয়ে ফিরল। আমি এর বিচার চাই।’

এ বিষয়ে হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক শামীম রেজা বলেন, ‘ডি এম আকরাম হোসেন অপারেশন করার পর ওই রোগী অজ্ঞান ছিল। অপারেশন সাকসেসফুল হলেও শিশুটি রিভার্স (জ্ঞান ফেরানো) করতে পারেনি।’

এদিকে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মৃত শিশুটির মরদেহ উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দিন ফারুকী বলেন, ‘খবর পেয়ে পুলিশ পাঠিয়ে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’

এআই/এনএস/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি