ঢাকা, মঙ্গলবার   ২২ জুলাই ২০২৫

অফিস-আদালতে টানা চারদিনের ছুটি শুরু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:২৭, ১০ অক্টোবর ২০২৪

Ekushey Television Ltd.

শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে নির্বাহী আদেশে দেশব্যাপী আজ বৃহস্পতিবার (১০ অক্টোবর) সাধারণ ছুটি ঘোষণা করেছে অন্তর্বর্তীকালীন সরকার। তাতে পূজায় টানা চারদিনের ছুটি পেয়েছেন অফিস-ব্যাংক-আদালতে চাকরিজীবীরা।

আজ বৃহস্পতিবার (১০ অক্টোবর) থেকে টানা চারদিনের ছুটি শুরু হয়েছে।

সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, ১৩ অক্টোবর (রোববার) পূজার ছুটি। তবে তার আগের দু’দিন ১১ ও ১২ অক্টোবর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। এর সঙ্গে একদিনের সাধারণ ছুটি যুক্ত হওয়ায় টানা চারদিনের ছুটি পেয়েছেন চাকরিজীবীরা।

নির্বাহী আদেশে দেশব্যাপী ১০ অক্টোবর সাধারণ ছুটি ঘোষণা করে গত মঙ্গলবার (৮ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়। এতে বলা হয়, সাধারণ ছুটিকালীন সময়ে সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস বন্ধ থাকবে।

তবে জরুরি পরিষেবা যেমন- বিদ্যুৎ, পানি, গ্যাস ও অন্যান্য জ্বালানি, ফায়ার সার্ভিস, বন্দরগুলোর কার্যক্রম, পরিচ্ছন্নতা কার্যক্রম, টেলিফোন ও ইন্টারনেট, ডাক সেবা এবং এ সংশ্লিষ্ট সেবা কাজে নিয়োজিত যানবাহন ও কর্মীরা এই ছুটির আওতার বাইরে থাকবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়।

এছাড়া চিকিৎসা সেবায় নিয়োজিত চিকিৎসক ও কর্মী এবং ওষুধসহ চিকিৎসা সরঞ্জামাদি বহনকারী যানবাহন ও কর্মীরাও এই ছুটির আওতা বহির্ভূত থাকবে। জরুরি কাজের সঙ্গে সম্পৃক্ত অফিসগুলো এই ছুটির আওতা বহির্ভূত থাকছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি