ঢাকা, মঙ্গলবার   ০১ জুলাই ২০২৫

অবশেষে ক্লাসে ফিরল বুয়েটের শিক্ষার্থীরা

প্রকাশিত : ২২:২০, ২২ জুন ২০১৯

Ekushey Television Ltd.

বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) নিয়মিত শিক্ষক মূল্যায়ন, নতুন ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালককে অপসারণ, গবেষণায় বরাদ্দ বাড়ানোসহ ১৬ দফা দাবি আদায়ে আন্দোলনরত শিক্ষার্থীরা আশ্বাসের ভিত্তিতে ক্লাসে ফিরেছেন। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে দাবিগুলো মেনে নেওয়ার বিষয়ে লিখিত নোটিশ পাওয়ার পর  শনিবার শিক্ষার্থীরা ক্লাসে আসে।

এ বিষয়ে আন্দোলনকারী শিক্ষার্থী হাসান সরোয়ার সৈকত বলেন, “গতকাল রাতে আমাদের উদ্দেশে ভিসি স্যারের স্বাক্ষরিত নোটিশ দেওয়া হয়েছে। সেখানে আমাদের দাবিগুলো পূরণের বিষয়ে নির্দিষ্ট সময়সীমা দেওয়া হয়েছে।

“আমরা আশা করছি উল্লিখিত সময়ের মধ্যে আমাদের দাবিগুলো পূরণ করা হবে। তাই আমরা আজকে থেকে ক্লাস করা শুরু করেছি।”

বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের জানায়, শিক্ষার্থীদের ১৬ দফা দাবির কয়েকটি বাস্তবায়নে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও কয়েকটির ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয় প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। এছাড়া একাডেমিক কয়েকটি বিষয়ের ক্ষেত্রে সিদ্ধান্ত নেবে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল।

এর আগে  এই প্রতিষ্ঠানের আন্দোলনরত শিক্ষার্থীদের ২১ সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন শিক্ষামন্ত্রী দীপু মনি। তিনি তখন জানিয়েছেন, “আমি মনে করি, শিক্ষার্থীদের দাবিগুলো যথেষ্ট যৌক্তিক এবং সেই দাবিগুলো পূরণ করা প্রয়োজন।”

এনএম/এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি