অবসর নিলেন পাকিস্তানের তারকা ক্রিকেটার শহীদ আফ্রিদি
প্রকাশিত : ১৬:১০, ২০ ফেব্রুয়ারি ২০১৭ | আপডেট: ১৬:১৬, ২০ ফেব্রুয়ারি ২০১৭
দীর্ঘ ২১ বছরের আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারের ইতি টানলেন পাকিস্তানী তারকা অলরাউন্ডার শহীদ আফ্রিদি। টেস্ট ও ওয়ানডে থেকে অবসর নিয়েছিলেন আগেই; এবার বিদায় জানালেন টি-টোয়েন্টিকে। ২০১০ সালে টেস্ট ও ২০১৫ সালে ওয়ানডে থেকে অবসর নেন বুমবুম খ্যাত আফ্রিদি।
আফ্রিদি মানেই চার-ছক্কার ফুলঝুড়ি। যতক্ষণ ক্রিজে থাকেন, মাতিয়ে রাখেন মাঠ; বাউন্ডারী-ওভার বাউন্ডারীর বাহারী শটে। ৩৭ বলে তিন অংক ছুঁয়ে দীর্ঘদিন দ্রুততম সেঞ্চুরির মালিক ছিলেন শহীদ আফ্রিদি। দৃষ্টিনন্দন-ঝড়ো ব্যাটিংয়ে বুমবুম খেতাবও পেয়েছিলেন এ তারকা।
১৯৮০ সালের পহেলা মার্চ পাকিস্তানের খাইবারে জন্মগ্রহণ করেন বিশ্বের অন্যতসম সেরা এ অলরাউন্ডার। বিভিন্ন জরিপে, বিশ্বের সেরা ২০জন ক্রীড়াবিদদের একজন আফ্রিদি।
১৯৯৬ সালের ২ অক্টোবর নাইরোবিতে কেনিয়ার বিপক্ষে ওয়ানডে ক্রিকেটে অভিষেক হয় আফ্রিদির। আর দ্বিতীয় ওয়ানডেতেই শ্রীলংকার বিপক্ষে ৩৭ বলে ১১ চার ও ৬ ছক্কায় সেঞ্চুরি করে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েন তিনি। দীর্ঘ ১৮ বছর এ রেকর্ডের মালিক ছিলেন তিনি।
২০১৫ সালের ২০ মার্চ অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ ওয়ানডে খেলেন আফ্রিদি। ৩৯৮টি ওয়ানডে খেলে ৮০৬৪ রান করার পাশাপাশি ৩৯৫টি উইকেটও নেন এ অলরাউন্ডার।
১৯৯৮ সালের ২২ অক্টোবর অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে অভিষেক হয় আফ্রিদির। এরপর ২০১০ সালে একই দলের বিপক্ষে শেষ টেস্ট খেলেন তিনি। ২৭ টেস্টে ১৭১৬ রান করার পাশাপাশি ৪৮টি উইকেট শিকার করেন আফ্রিদি।
২০০৬ সালের ২৮ আগস্ট ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টিতে অভিয়েক হয় এ তারকার। ২০১৬ সালের ২৫ মার্চ অস্ট্রেলিয়ার বিপক্ষে সর্বশেষ টি-টোয়েন্টি খেলেন। ৯৮ ম্যাচ খেলে ২৩৬২ রান করার পাশাপাশি উইকেট নিয়েছেন ৯৭টি। যা এখনো তাকে টি-টোয়েন্টিতে সেরা উইকেট শিকারীর তালিকায় রেখেছে।
অবসর নিলেও, ক্রিকেট নিয়েই কাজ করতে চান এ তারকা অলরাউন্ডার। এ লক্ষ্যে ২০১৫ সালে নিজের নামে তৈরি করেন একটি ফাউন্ডেশন।
আরও পড়ুন