ঢাকা, সোমবার   ১২ মে ২০২৫

অবিলম্বে সমাবেশের অনুমতি দেয়ার আহ্বান জানিয়েছেন রিজভী

প্রকাশিত : ১৮:২৬, ১২ নভেম্বর ২০১৬ | আপডেট: ১৮:২৬, ১২ নভেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

টালবাহানা না করে অবিলম্বে সমাবেশের অনুমতি দেয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আর দলের স্থায়ী কমিটির সদস্য নজররুল ইসলাম খান বলেন, সমাবেশের অনুমতি না দিয়ে সরকার কুৎসিত রসিকতা করছে। বিপ্লব ও সংহতি দিবসের সমাবেশের বিষয়ে সর্বশেষ অবস্থা জানাতে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে  সংবাদ সম্মেলন করে দলটি। এ’সময় রুহুল কবির রিজভী অভিযোগ করেন, সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপিকে জনসভা করার অনুমতি দেয়ার ব্যাপারে সরকার গড়িমসি করছে। জাতীয় প্রেসক্লাবে আলোচনা সভায় দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, সমাবেশের অনুমতি না দেয়া বিএনপির সাথে কুৎসিত রসিকতা করা। এদিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে অপর এক আলোচনায় বিএনপির ভাইস চেয়ারম্যন আবদুল্লাহ আল নোমান বলেন, সকলের স্বার্থেই নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করতে হবে।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি