ঢাকা, সোমবার   ০৫ মে ২০২৫

‘অবৈধ জন-সমাবেশ’ এড়াতে নাগরিকদের নির্দেশ দিয়েছে ইরান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৫২, ৩০ ডিসেম্বর ২০১৭ | আপডেট: ২১:৩৯, ৩০ ডিসেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

টানা ‍দুদিন ধরে সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল ইরান। এ বিক্ষোভকে অবৈধ বলে ঘোষণা করেছে দেশটির সরকার। এমনকি নাগরকিদের ‘অবৈধ জন-সমাবেশ’ এড়িয়ে চলারও নির্দেশ দেওয়া হয়েছে।

জীবনযাত্রায় মান ও দুর্নীতি নিয়ে ক্ষুব্ধ হাজার হাজার ইরানি বেশ কয়েকটি শহরে বিক্ষোভ করেছে। পরে হাজার হাজার সরকারপন্থী সমর্থকরাও পাল্টা সমাবেশ করেছেন। এদিকে, আজ শনিবার কয়েক ডজন বিক্ষোভকারীকে আটক করেছে পুলিশ।

হুঁশিয়ারি দিয়ে সরকার বলেছে, ইরানের কোনো প্রান্তে বিক্ষোভ হলে বিক্ষোভকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

হঠাৎ ইরানের এই বিক্ষোভের পেছনে বিদেশি শক্তি এবং বিপ্লববিরোধীরা কল-কাঠি নাড়ছেন বলে অভিযোগ করেছে ইরান। টানা দু`দিনের বিক্ষোভের ঘটনায় বিশ্ববাসী নজর রাখছে বলে তেহরানকে সতর্ক করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এদিকে, শনিবার সরকারের সমর্থনে হাজার হাজার মানুষ পাল্টা সমাবেশ করেছে। সরকারি সহায়তায় আয়োজিত এই সমাবেশকে বিক্ষোভকারীদের প্রতি শক্তির প্রদর্শন হিসেবে দেখছে কর্তৃপক্ষ।

 

সূত্র : বিবিসি

/এমআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি