ঢাকা, বুধবার   ০৬ আগস্ট ২০২৫

অভ্যন্তরীণ বিমান ভ্রমণে ছবিযুক্ত পরিচয়পত্র লাগবে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৪৯, ৫ জুলাই ২০১৭ | আপডেট: ০৯:০৭, ৬ জুলাই ২০১৭

Ekushey Television Ltd.

আকাশ পথে অভ্যন্তরীণ রুটে ভ্রমণের সময় যাত্রীদেরকে বিমানবন্দরে ছবিযুক্ত পরিচয়পত্র দেখাতে হবে। আইডি কার্ড হিসেবে ভ্যালিড পাসপোর্ট, ন্যাশনাল আইডি, স্মার্ট কার্ড, ড্রাইভিং লাইসেন্স কিংবা কর্মজীবী ও শিক্ষার্থীদের স্ব স্ব প্রতিষ্ঠানের আইডি কার্ড প্রদর্শন করেত হবে। এ  বিষয়ে অফিস সার্কুলার জারি করেছে সিভিল এভিয়েশন অথরিটি।

সিভিল এভিয়েশনের চেয়ারম্যান এহসানুল গণি চৌধুরী স্বাক্ষরিত সার্কুলারে বলা হয়েছে, ভ্রমণের আগে যাত্রীদের অবশ্যই চেক ইন কাউন্টারে এয়ারলাইন্সের টিকিটের সঙ্গে ছবিযুক্ত পরিচয়পত্র দেখাতে হবে। অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইটে চেক ইন কাউন্টারে যাত্রীর টিকিটে উল্লিখিত নামের সঙ্গে পরিচয়পত্র মিলিয়ে বোর্ডিং কার্ড ইস্যু করা হবে।

আন্তর্জাতিক ফ্লাইটে ভ্রমণের সময় যাত্রীদের সঙ্গে পাসপোর্ট থাকে, তাই আন্তর্জাতিক ফ্লাইটের যাত্রীদের জন্য এ নিয়ম ততটা গুরুত্বপূর্ণ না। তবে দেশের ভেতরে ভ্রমণকারীদের জন্য ছবিযুক্ত পরিচয়পত্র দেখানো আবশ্যক।

এ সার্কুলার জারির ফলে একজনের নামে টিকিট কেটে অন্যজনের ভ্রমণের কোনো সুযোগ থাকছে না। তবে যাদের পরিচয়পত্র নেই, দেশের অভ্যন্তরে আকাশ পথে তাদের ভ্রমণের ক্ষেত্রে করণীয় সম্পর্কে সার্কুলারে কোনো নির্দেশনা দেয়নি সিভিল এভিয়েশন অথরিটি।

আর/ডব্লিউএন

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি